নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। তারই মধ্যে একটি ছবি ভাইরাল হল নেটাগরিকদের মধ্যে।


মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব ও স্ত্রী দেবিশা শেট্টির আবেগঘন একটি মুহূর্ত। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রীর আবেগঘন মূহুর্তের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাচের দেওয়াল রয়েছে যার এক প্রান্তে দাঁড়িয়ে সূর্যকুমার আর অপর প্রান্তে তাঁর স্ত্রী দেবিশা। কাচে গাল রাখেন দেবিশা আর সেখানেই কাচের অন্য দিক থেকে তার গালে আবেগঘন চুম্বন এঁকে দেন সূর্যকুমার।




দেশে করোনা অতিমারি ভয়াবহ চেহারা নিয়েছে। এই আবহের মধ্যেই চলছে আইপিএল। কড়া জৈব সুরক্ষা বলয়ে থেকে ম্যাচে খেলতে নামছেন বিভিন্ন দলের ক্রিকেটারেরা। ঘন ঘন করোনা পরীক্ষা। এমনকী, বাইরে থেকে কোনও খাবার আনিয়েও খেতে পারছেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও রয়েছে বাধা।



বৃহস্পতিবার রাতের ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। পরপর দুই ম্যাচ হারের পরে এই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে মুম্বই। ম্যাচ শেষে মুম্বইয়ের ক্রিকেটার সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রীর দেখা হয়। তবে দেবিশা ছিলেন কাচে ঘেরা বক্সে। মাঠে ছিলেন সূর্য। দুজনে দুই প্রান্তে থাকলেও, আবেগ বাঁধ মানেনি। মুহূর্তটি নিজের ফোনে তুলে রাখলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে মুম্বই দলের বোলিং কোচ জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটকে। পরে তা শেয়ার করে মুম্বই ইন্ডিয়ান্স। দলের ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করা হয়। সাগরিকা তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ছবিটি শেয়ার করেন।