বেঙ্গালুরু: আইপিএলে ইতিহাস গড়লেন টিম ডেভিড। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হলেন তিনি।


অর্ধসমাপ্ত আইপিএলের দ্বিতীয় পর্বের আগে টিমকে সই করাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৫ বছর বয়সী ক্রিকেটারের জন্ম সিঙ্গাপুরে। উচ্চতা প্রায় সাড়ে ছ ফিট। অলরাউন্ডার। অফস্পিন বোলিং করার পাশাপাশি ব্যাটের হাতও ভাল।ক্রিকেট তাঁর রক্তে। বাবা রড ডেভিডও ক্রিকেটার ছিলেন। সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে আইসিসি টুর্নামেন্টে খেলেছেন। তবে টিমের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। দু'বছর আগে কাতারের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে সিঙ্গাপুরের জার্সিতে তাঁর অভিষেক।


আইপিএলে প্রথমবার খেললেও বিগ ব্যাশ লিগে টিম বেশ পরিচিত নাম। প্রথমে পারথ স্কর্চার্স ও পরে হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলেছেন। পাশাপাশি পাকিস্তান সুপার লিগে রোরি বার্নসের পরিবর্ত হিসাবে তাঁকে নিয়েছিল লাহৌর কলন্দরস। খেলেছেন সারে ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৫২। বল হাতে রয়েছে ৫ উইকেটও। টিমের অন্তর্ভুক্তি আরসিবি দলের বৈচিত্র আরও বাড়াবে।


আইপিএলের অর্ধসমাপ্ত অংশ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্য়ে বড়সড় রদবদল ঘটে গেল বিরাট কোহলিদের সংসারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন কাটিচ। একসময় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। কেকেআর ছেড়ে পরে আরসিবির প্রধান কোচ হন।


তাঁর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। যিনি কাটিচের সহকারী ছিলেন। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন করেছে আরসিবি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। পাশাপাশি দলে যোগ দিয়েছেন দুষ্মন্ত চামিরা। করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ফিন অ্যালেন ও ড্যানিয়েল স্যামস। তাঁদেরই পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা কেন রিচার্ডসন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।