মুম্বই: আইপিএলের অসমাপ্ত অংশ শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে করা গেলে গ্যালারিতে ফিরতে পারে দর্শক। টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে বলেই সূত্রের খবর।


সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন নেওয়া দর্শকেরা মাঠে প্রবেশ করে খেলা দেখতে পারেন। ইউএই বোর্ডের এক সদস্য জানিয়েছেন, স্টেডিয়ামের মোট দর্শকাসনের ৫০ শতাংশ অবধি ভ্যাকসিন নেওয়া মানুষ প্রবেশ করতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে, প্রিয় দলের ক্রিকেটারদের জন্য দর্শকদের গলা ফাটাতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।


বোর্ডের বিশ্বস্ত সূত্রের খবর, আইপিএলের আয়োজন সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখতে সোমবারই বিসিসিআই সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্ল সহ মোট চার জন ইউএইতে পৌঁছে গিয়েছেন। দেশে ভারতে থেকে আসা ও যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় বিসিসিআই কর্মকর্তাদের অনুপ্রবেশের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে তড়িঘড়ি ব্যবস্থা করতে হয়েছে।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ সিজনের বাকি ম্যাচগুলির খেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। সূত্র মারফৎ এই খবর জানা গেছে। একদিন আগে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শনিবার ১৪তম আইপিএলের ভবিষ্যত নিয়ে বৈঠক ডেকেছিল বিসিসিআই। বৈঠকে গতবারের টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


করোনার বিরুদ্ধে বায়ো-বাবল টপকে সংক্রমণের কারণে ভারতে এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। জল্পনা চলছিল, গত টুর্নামেন্টের মতো এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু দেশে আয়োজন করা হতে পারে।   কিন্তু এই সব জল্পনা সম্পর্কে এতদিন বিসিসিআই কোনও মন্তব্য করেনি। শনিবার আইপিএলের ভবিষ্যত নিয়ে বোর্ড একটি বৈঠক ডেকেছিল। গত বছরের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকেই বেছে নেওয়া হয়েছে।