চেন্নাই: আউট হয়ে হতাশা প্রকাশ করে এবার বিপাকে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ম্য়াচ রেফারির ভর্ৎসনা হজম করতে হল কোহলিকে।


তাঁর দল বুধবার নাটকীয়ভাবে ম্যাচ জিতে নিয়েছে। তবে আইপিএলের নিয়ম লঙ্ঘন করে তিরস্কৃত হলেন বিরাট কোহলি। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আউট হয়ে ফেরার সময় অভব্য আচরণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। যার জেরে ম্যাচ রেফারির রোষানলে পড়তে হল তাঁকে।


ঠিক কী করেছিলেন কোহলি?


আউট হয়ে ফেরার সময় ব্যাট হাতে সীমানার দড়ি এবং ফাঁকা চেয়ারে আঘাত করেন কোহলি। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ধারায় তিরস্কৃত করা হয় তাঁকে।


সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৩৩ রান করেন কোহলি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটিতে ৪৪ রান তুলে আউট হন তিনি। ১২তম ওভারে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ তুলে আউট হন কোহলি। বরাবরই দলের হয়ে নিজে অবদান রাখতে মরিয়া থাকেন। আউট হওয়ার পর নিজের ওপরই প্রবল বিরক্ত হন তিনি। ড্রেসিংরুমে ফেরার পথে সীমানার দড়ি এবং ফাঁকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। আইপিএলের নিয়ম অনুযায়ী যা লেভেল ওয়ান অপরাধ। তবে কোনও জরিমানা হয়নি। শুধুমাত্র তিরস্কৃত করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।


ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর, বিরাট তাড়া করায় ওস্তাদ, হুঁশিয়ারি জাফরের


আইপিএলের গভর্নিং কাউন্সিল একটি বিবৃতি দিয়ে বলেছে, “বিরাট কোহলি লেভেল ওয়ান ধারায় অভিযুক্ত হয়েছেন। এই ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।” ম্যাচের গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে খুশি হতে পারেননি কোহলি। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে সাজঘরে ফেরার সময়। যদিও তা আইপিএলের আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট ভেঙেছে।


কোহলি আউট হলেও আরসিবি প্রথমে ব্যাট করে ১৪৯ রান তোলে। শেষ ওভারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সানরাইজার্স হায়দরাবাদকে ৬ রানে হারিয়ে দেয় কোহলির আরসিবি। ২ ম্যাচের দুটিতেই জিতলেন কোহলিরা। আপাতত ৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এসেছেন তাঁরা।