দুবাই: কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে, বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কোহলি জানালেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে এটাই তাঁর শেষ আইপিএল। এরপর তিনি খেলবেন শুধু ব্যাটসম্যান হিসাবে।
রবিবার আরসিবির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিরাট বলেছেন, 'আরসিবির অধিনায়ক হিসাবে এটাই আমার শেষ আইপিএল। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত আরসিবির হয়েই খেলব। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সমর্থন করার জন্য সমস্ত আরসিবি ভক্তদের ধন্যবাদ। এটা একটা ছোট্ট থামা, সব কিছুর শেষ নয়।'
বিরাট যোগ করেন, 'আজ সন্ধেবেলা গোটা দলের সঙ্গে আমি কথা বলেছি। ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল। আমি কয়েকদিন আগে জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বও ছেড়েছি। নিজের পরিশ্রমক্ষমতাকে ঠিকমতো কাজে লাগাতে চাই। গত কয়েক বছরে প্রবল চাপ নিয়ে খেলেছি। আমার মনে হয়েছিল নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় দরকার। পরের নিলামে দলেরও একটা সন্ধিক্ষণ যাবে। তার আগে আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত এই দলের হয়েই খেলব। প্রথম দিন থেকে এই দায়বদ্ধতা মেনে চলেছি।'
বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেন বিরাট। বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লিখেছিলেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।‘