বেঙ্গালুরু: আরসিবিতে যোগ দিচ্ছেন এবি ডিভিলিয়ার্স। অবসর নিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গত মাসেই সবরকমের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সূত্রের খবর ফের আইপিএলের মঞ্চে দেখা যাবে এবিডিকে। যদিও ক্রিকেটার নয়, এবার মেন্টর হিসেবে এই দলের সঙ্গে যোগ দিতে পারেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ২০১১ সাল থেকে আরসিবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। 


সূত্র অনুযায়ী, আরসিবি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন এবিডি। মনে করা হচ্ছে RCB দলে মেন্টরের পদ পেতে পারেন ডিভিলিয়ার্স। মনে করা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি শীঘ্রই এবি ডিভিলিয়ার্সকে আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টর ঘোষণা করবে। উল্লেখ্য, গত মরসুমে শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর আইপিএলে আরসিবির অধিনায়ক থাকবেন না। সেই মতোই এই মরসুমে হয়ত নতুন কাউকেই দেখা যাবে নেতৃত্বে। দলে রয়েছেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসির মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার। তাঁদের ২ জনের মধ্যেই কেউ একজন অধিনায়ক হবেন ফ্র্যাঞ্চাইজির, এমনই মনে করা হচ্ছে।


নিলামে ৭ কোটি টাকা দিয়ে ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে আরিসিবি। এক সাক্ষাৎকারে আরসিবির নেতৃত্ব ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ''আমাকে দলে যখন নিয়েছে, তখন আমার মাথাতেও এই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। কারণ অভিজ্ঞতা, ব্যাটার হিসেবে ও লিডারশিপ গ্রুপেও ছিলাম। সব দিক থেকেই এমন প্লেয়ারকে দলে পাওয়া। আর এই কাজটা আমি অনেকদিন থেকেই করে আসছি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি।''


চেন্নাইয়ের লিডারশিপ গ্রুপে তিনি ছিলেন বলে জানিয়েছেন ফাফ। তিনি বলেন, ''আমি খুব সৌভাগ্যবান যে আমি চেন্নাইয়ের মতো দলে এত দুর্দান্ত লিডারশিপে খেলতে পেরেছি এতদিন। ওখানে কখনও যদি কোনও ইনপুট দেওয়ার থাকত, আমি দিতাম। ধোনি অধিনায়ক থাকলেও সবসময়ই আমি কিছু না কিছু ওকে বলতাম যদি আমার দলের জন্য ঠিক মনে হত। তা স্ট্র্যাটেজি হোক, গেমপ্ল্যান হোক বা টিম কম্বিনেশনের ক্ষেত্রেই হোক।''