সুরাট: আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস (chenna super kings)। সুরাটে প্রথম দিনে অনুশীলনে নেমেই ভক্তদের থেকে অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন মহেন্দ্র সিং ধোনি (mahendra singh dhoni)। সুরাটের রাস্তায় হুইসেল পডু। প্রচুর মানুষের ভিড়। চেন্নাইয়ের টিম বাস রাস্তা দিয়ে যেতে যেতেই অগুনতি মানুষের ভিড়। সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছিল রাস্তা। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে হলুদ রঙয়ের সিএসকের টিম বাস রাস্তা দিয়ে যাচ্ছে আর প্রচুর মানুষের ভিড়।


 






সোশ্যাল মিডিয়ায় দলের অ্যাকাউন্ট থেকে ক্যাপশনে লেখা হয়েছে, "সুরাটে স্বাগত। সেই হাসি, সেই চোখ যা আমাদের অনেক আনন্দ দেয়।'' চেন্নাইয়ের অনুশীলনে ধোনি ছাড়াও দেখতে পাওয়া গেল আম্বাতি রায়ডু ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রাজবর্ধন হাঙ্গারগেকরকে। নেটে প্রত্যেকেই গা ঘামালেন।


আগামী ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে সিএসকে। চেন্নাই ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চারটে করে ম্যাচ খেলবে।  



এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।