মুম্বই: আগেই আভাস মিলেছিল। এবার সেই মতোই আইপিএলের ফাইনাল ম্যাচ ও প্লে অফের ২ টো ম্যাচের ভেনু ঠিক হয়ে গেল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমদাবাদে নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামেই হতে চলেছে এবারের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে প্লে অফের ২ টো ম্যাচ। 


কোথায় কতগুলো ম্যাচ?


মুম্বইতে দিল্লি শিবিরে করোনা ছড়িয়ে পড়লেও সেটা নিয়ন্ত্রণে। পরিস্থিতি হাতের বাইরে যায়নি। তাই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত কলকাতা এবং আমদাবাদে প্রয়োজনীয় বায়ো বাবেল তৈরি করে প্লে অফ করতে অসুবিধা হওয়ার কথা নয়। লিগ পর্বে পঞ্চাশ শতাংশ দর্শক অনুমতি দেওয়া হলেও পরে প্লে ওফে ১০০ শতাংশ দর্শক মাঠে ঢুকতে পারবে। চলতি মরসুমের আইপিএলের ফাইনালে আয়োজিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, এটুকু মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে তিনটে প্লে অফ যদিও কলকাতা নাও আয়োজন করে অন্তত কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ দুটো হয়ত খেলা হবে ইডেন গার্ডেন্সে। 


প্লে অফ কবে থেকে?


আগামী ২২ মে পর্যন্ত আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচ হবে। এরপর আইপিলের প্লে-অফ শুরু ২৪ মে। সূত্রের খবর, কলকাতাতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ কলকাতায় ২৬ মে। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। আমদাবাদে হবে সেই ম্যাচ। ইডেনে ১০০ শতাংশ দর্শক থাকবেন বলেও জানিয়েছেন সৌরভ।


আইপিএলেও করোনা থাবা


এবারের টুর্নামেন্টেও করোনার থাবা থেকে বাঁচানো যায়নি আইপিএলকে। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম আক্রান্ত হয়েছিলেন। এরপর দলের ২ তারকা ক্রিকেটার মিচেল মার্শ ও টিম সেইফার্টও আক্রান্ত হয়েছিলেন। তবে এখনও পর্যন্ত আর কারও খবর পাওয়া যায়নি আক্রান্ত হওয়ার। সবগুলো লিগ ম্যাচই নির্ধারিত সময় অনুযায়ীই হচ্ছে।


আরো পড়ুন: আজ আইপিএলে রোহিত-রাহুল দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?