মুম্বই: একজন প্রাক্তন, একজন বর্তমান। কিন্তু ২ জনই ভারতীয় ক্রিকেটের তথা বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় বিরাজমান। ক্রিকেট বিশেষজ্ঞরা তো প্রাক্তনের সঙ্গে বর্তমানের তুলনাও টেনে আনেন কখনও কখনও। কথা হচ্ছে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির। প্রথম জনের আজ ৫০ তম জন্মদিন। আজ এই জন্মদিনেই ফিরে দেখা সচিন ও বিরাটের একটি মজার মুহূর্তের দিকে। যেখানে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে পা রাখার পর সচিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন হয়েছিল তা জানা যাবে।
ঠিক কী হয়েছিল?
ভারতীয় ব্য়াটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় সচিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৭০টি সেঞ্চুরি। দীর্ঘ পাঁচ-ছয় বছর একসঙ্গে ক্রিকেট খেলেছেন সচিন ও বিরাট। উল্লেখ্য, ২০০৮ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। সেই সময় দলের অন্য তিন সদস্য ইরফান পাঠান, যুবরাজ সিংহ ও হরভজন সিংহ প্র্যাঙ্ক করেছিলেন বিরাটের সঙ্গে। বিরাট পরবর্তীতে নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সবাই মিলে কোহলিকে সচিনের কাছে পাঠিয়েছিলেন যাতে তিনি সচিনের পা ছুয়ে প্রণাম করেন।
এক চ্যাট শোয়ে এসে বিরাট জানিয়েছিলেন, ''আমার প্রথম সাক্ষাৎ সচিনের সঙ্গে ভীষণ মজাদার ছিল। ওঁনার সঙ্গে শুধুমাত্র দেখা করার জন্যই ২ দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় দলের কিছু সদস্য আমাকে বলেছিলেন যে দলে নতুন এলে সচিন তেন্ডুলকরের পা ছুয়ে প্রণাম করতে হয়। আমি ওদের কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম।''
সচিন কী করলেন?
এরপর বিরাট আরও বলেন, ''আমি যখনই সচিন পাজিকে পা ছুয়ে প্রণাম করতে যাই, তখনই উনি আমাকে আটকে বলেন যে এটা তুমি কি করছ? তখন পুরো বিষয়টি উনাকে বলতেই উনিও হেসে ফেলেন। সচিন বলেন যে, সবাই মিলে তোমার সঙ্গে মজা করছে।''