মুম্বই: তিনি গত দুই মরসুম ধরেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান বোলিং অস্ত্র। গত দুই আইপিএলেই (IPL) তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু ঊরুর চোটে কাবু দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নোখিয়া (Anrich Nortje)। গত চার মাস তিনি মাঠের বাইরে। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য আর তাঁকে খেলতে দেখা যায়নি।


আইপিএলে কি সুস্থ হয়ে উঠে বল করতে পারবেন তিনি?


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে নোখিয়ার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কিছু বলা হচ্ছে না। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালস আদৌ তাঁকে খেলাতে পারবে কি না, তা নিয়ে ঘোর সংশয়।


কে হতে পারেন প্রথম একাদশে তাঁর বিকল্প? ঋষভ পন্থদের হাতে রয়েছে দুই বিকল্প। দক্ষিণ আফ্রিকারই লুনগি এনগিডি ও মুস্তাফিজুর রহমান। তবে নোখিয়ার মতো কার্যকরী তাঁরা হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


জোর আলোচনা শুরু হয়েছে মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে। বিশেষ করে কোন চারজন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে দেখা যাবে তা নিয়ে। 


একমাত্র কায়রন পোলার্ডের (Kieron Pollard) জায়গা পাকা। পোলার্ড যে শুধু মুম্বইয়ের প্রথম একাদশের অপরিহার্য অংশ তাই নয়, রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। বিগহিটার। বিশাল ছক্কায় ম্যাচের রং বদলে দিতে পারেন। বল হাতেও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন । তিনি এবারও দলের অবিচ্ছেদ্য অংশ ।


জল্পনা চলছে বাকি তিনজনকে নিয়ে। ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকলেনাঘানের মতো বিদেশিরা এবার মুম্বই দলে নেই। মনে করা হচ্ছে, পোলার্ডের সঙ্গে দ্বিতীয় বিদেশি হিসাবে দেখা যেতে পারে টিম ডেভিডকে (Tim David)। কিন্তু বাকি দুই জায়গায় কারা খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জোফ্রা আর্চার (Jofra Archer) চোটের জন্য এবারের আইপিএলে খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বোলার হিসাবে দেখা যেতে পারে টাইমাল মিলসকে (Tymal Mills)। চতুর্থ বিদেশি হিসাবে রিলে মেরিডিথ ও ড্যানিয়েল স্যামসের মধ্যে দেখা যেতকে পারে কোনও একজনকে। মেরিডিথের বলের গতি বেশি হওয়া সত্ত্বেও স্যামসের ব্যাটিং কিছুটা হলেও দৌড়ে এগিয়ে রাখবে তাঁকে। স্যামস খেলা মানে পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। তাতে দলের ভারসাম্যও বজায় থাকবে বলে মনে করছেন সকলে।