বেঙ্গালুরু: বিনোদনের ক্রিকেট লিগে ৫৯০ জন ক্রিকেটার নিলামে উঠলেও অনেক এমন তারকা ক্রিকেটার রয়েছেন। যাঁদের দেখা যাবে না আসন্ন টুর্নামেন্টে। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিস গেল থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুটও। দেখে নেওয়া যাক তালিকায় কে কে আছেন --
ক্রিস গেল: শেষবার আইপিএলে খেলেছেন পঞ্জাব কিংসের হয়ে গত মরসুমে। টুর্নামেন্টের অন্যতম সফল তারকা ওপেনার। কিন্তু গত মরসুমে একদমই ভাল যায়নি গেলের। ১০ টি ম্যাচ খেলেছেন। কিন্তু ঝুলিতে পুরেছেন মাত্র ১৯৩ রান। এবারের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ইউনিভার্সাল বস।
জো রুট: ২০১৮ সালে ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখে নিলামে অংশ নিয়েছিলেন জাে রুট। কিন্তু তাঁকে নেয়নি কোনও দল। এরপর থেকে গত চার বছর আইপিএলে দেখা যায়নি রুটকে। চলতি বছর জানুয়ারিতে আভাস দিয়েছিলেন এবারেরে নিলামে অংশ নেওয়ার ব্য়াপারে। কিন্তু অ্যাশেজে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের পর সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।
বেন স্টোকস: ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছে এর আগে আইপিএলে। গত মরসুমের আইপিএলে মাত্র ১টি ম্য়াচ খেলেছিলেন তারকা অলরাউন্ডার। এবারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। সামনে ঘরের মাঠে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেখানেই মনোনিবেশ করতে চান তারকা অলরাউন্ডার।
মিচেল স্টার্ক: হাইপ্রোফাইল ক্রিকেটার যাঁরা এবারের নিলামে অংশ নেবেন না, তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন মিচেল স্টার্ক। জৈব সুরক্ষা বলয়ে ক্রমাগত থাকার মানসিক ক্লান্তি কাটাতে ও পরিবারের সঙ্গে সময় কাটাতেই এবার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন স্টার্ক।
কাইল জেমিসন: ২০২১ সালে আইপিএলের নিলামে দ্বিতীয় সবথেকে দামি প্লেয়ার ছিলেন জেমিসন। আরসিবি তাঁকে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু এবারের আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘকায় এই কিউয়ি অলরাউন্ডার।