বেঙ্গালুরু: আজ আইপিএলের নিলাম। মহম্মদ শামি (mohammed shami) থেকে প্যাট কামিন্স (pat cummins)। দেশি, বিদেশি অনেক তারকা বোলাররাই এবার নিলামে উঠেছেন। কোন কোন বোলারের ওপর এবার সর্বোচ্চ দর উঠতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক --


মহম্মদ শামি: এবারের নিলামে রয়েছেন মহম্মদ শামি। ভারতের বোলিং ব্রিগেডের অন্য়তম তারকা পেসার। শেষবার পর্যন্ত পঞ্জাব কিংসে খেলে এসেছেন বাংলার এি পেসার। এবার সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা আইপিএলে নিজের দর হেঁকেছেন শামি। তাঁকে পাওয়ার চেষ্টা করবে সব দলই।


ভুবনেশ্বর কুমার: ভারতের আরেক পেসার ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞ এই ডানহাতি পেসার নিজের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। শেষবার সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন ভুবনেশ্বর। লোয়ার অর্ডারে ব্যাটের হাতও ভাল।


আবেশ খান: ২৫ বছরের মধ্যপ্রদেশের এই তরুণ পেসার এবার নিলামে ব্ল্যাক হর্স হতে পারেন। শেষবার দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আবেশ। জাতীয় দলেও ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ভাল পারফরম্যান্সের জন্য।


টি নটরাজন: ইয়র্কার স্পেশালিস্ট বোলার। এবার বেস প্রাইস ১ কোটি হেঁকেছেন নিজের জন্য এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন। যদিও চোটের জন্য এরপর আর খেলতে পারেননি গত কয়েক মাসে। 


হর্ষল পটেল: আইপিএলে গত বছর আরসিবির হয়ে খেলেছেন। পার্পল ক্যাপের মালিক ছিলেন তিনি। তাঁকেও এবার নেওয়ার চেষ্টা করবে সব দল।


প্রসিদ্ধ কৃষ্ণ: কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল। এরপর থেকে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও সদ্য শেষ হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজেও নজর কেড়েছেন তিনি। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৯ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। 


আরো পড়ুন: আইপিএল-এর নিলাম, সবচেয়ে বেশি দর পেতে পারেন কারা?