বেঙ্গালুরু: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যশ ধূলকে নিজেদের দলে নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। ২০ লক্ষ টাকা বেস প্রাইস রেখে এবার নিলামে নিজের নাম নথিভূক্ত করেছিলেন যশ। বেস প্রাইসের থেকে মাত্র ৩০ লক্ষ টাকা বেশি দামে তাঁকে দলে পেয়ে গেল দিল্লি। যশ নিজে দিল্লিরই ছেলে। নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজিই তাঁকে তুলে নিল। নিলামের শুরুতে পঞ্জাব কিংসও দর হাঁকিয়েছিল যশের জন্য। কিন্তু দৌড় থেকে সরে আসেন তারা। এরপর দিল্লি ৫০ লক্ষ টাকাতেই পেয়ে যায় যশকে। 


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চার ইনিংসে ২২৯ রান করেছিল যশ। গড় ছিল দুর্দান্ত ৭৬.৩৩। একটি অসাধারণ শতরান ও একটি অসাধারণ হাঁকিয়েছিলেন। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে জায়গা করে নিয়েছিলেন যশ ধূল। টুর্নামেন্টের শুরু থেকে খেললে হয়ত তালিকায় প্রথম তিনে থাকতেন ধূল। 


এদিকে, মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও। গত মরসুমে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি সিএসকে।


আইপিএলে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড। ওপেনিং করার অভিজ্ঞতাও রয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে দেখা যায় না। ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও তাঁর জায়গা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিলাম থেকে তুলে নিয়ে চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের (KKR) জার্সিতে নামবেন মুম্বইয়ের ব্যাটার।


বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নিল কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।


শনিবার নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।