বেঙ্গালুরু : আইপিএল নিলামের (IPL Auction) দ্বিতীয় দিনে নজর কাড়লেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। সাড়ে ১১ কোটি টাকায় এই অলরাউন্ডারকে তুলে নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। দৌড়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু, শেষ হাসি হাসে পাঞ্জাব।  


আজ সেট টু অলরাউন্ডারের তালিকায় প্রথম ওঠে ইংল্যান্ডের এই তারকার নাম। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় পাঞ্জাব কিংস। যদিও শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্স। পরে এই অলরাউন্ডারের জন্য ময়দানে নামে সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু, শেষমেশ তাঁকে তুলে নেয় পাঞ্জাব। 


আরও পড়ুন ; রাহানেকে ১ কোটিতে তুলে নিল কেকেআর, হয়তো বেঙ্কটেশের সঙ্গী ওপেনার


বিডিংয়ের প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন চেতেশ্বর পূজারা, ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন ম্যাক্রামকে দিয়ে আজ নিলাম পর্ব শুরু হয়। এই ডানহাতি ব্যাটসম্যানকে ২.৬ কোটি টাকায় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। 


এদিকে অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিলাম থেকে তুলে নিয়ে চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের (KKR) জার্সিতে নামবেন মুম্বইয়ের ব্যাটার।


বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নেয় কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।


শনিবার নিলামের শুরুতেই বড় বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নেয় শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কেনে কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় কেকেআর।