কলকাতা: আইপিএলের নিলামে পুরনো ক্লাবেই ফিরলেন প্যাট কামিন্স। ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। এদিনের নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বিড উঠেছিল কামিন্সের। এরপরই তাঁকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর পুরনো দলে ফিরতে পেরে বেজায় খুশি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। ভিডিও বার্তায় শাহরুখ খান, কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও দলের সিইও ভেঙ্কি মাইসোরকে ধন্যবাদ জানিয়ে প্যাট বলেন, ''কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। ভেঙ্কি, ম্য়াকাকালাম ও শাহরুখ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। ভীষণ উত্তেজিত আমি। আর অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সঙ্গে।''


 






নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।


দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।


অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার।