মুম্বই: গত আইপিএলের (IPL) স্মৃতি এখনও সকলের মনে টাটকা। যখন জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ির মধ্যে দেশের মাটিতে শুরু হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু মাঝপথে বজ্র আঁটুনি ভেঙে হানা দিয়েছিল করোনা। আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। পরে টুর্নামেন্টের বাকি অংশ শেষ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।


গতবারের সেই ধাক্কা এবার আর চায় না বোর্ড (BCCI)। যে কারণে প্রত্যেক দলের জন্য কড়াকড়ি করা হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙলে বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে সকলের জন্য। প্রত্যেক দলকে এ নিয়ে সতর্ক করে চিঠিও দিয়েছে বোর্ড।


জানা গিয়েছে, কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনাবিধি ভাঙলে তাঁকে এক সপ্তাহের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হবে। শুধু তাই নয়, সেই সময়ে দলের যতগুলি ম্যাচ হবে, সেগুলির ম্যাচ ফি কেটে নেওয়া হবে সংশ্লিষ্ট খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের থেকে। দ্বিতীয়বার করোনাবিধি ভাঙলে এক সপ্তাহের কোয়ারেন্টিন, ম্যাচ ফি কাটার পাশাপাশি এক ম্যাচ নির্বাসনও করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকে। তৃতীয়বার একই অপরাধ করলে দোষীকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা হবে।


পাশাপাশি সমস্ত দলকে বলে দেওয়া হয়েছে যে, জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে কাউকে শিবিরে ঢুকতে দেওয়া হলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। প্রথমবার নিয়ম ভাঙলে এক কোটি টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে সংশ্লিষ্ট দলের এক পয়েন্ট কাটা যাবে। তৃতীয়বার এই অপরাধ করলে দলের দুই পয়েন্ট কাটা যাবে। যা হয়তো বদলে দেবে প্লে অফের ভাগ্য।


দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। বুধবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সব দলই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে।