করাচি: ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। অথচ গত আড়াই বছর ধরে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে নেই কোনও শতরান। নেই ম্য়াচ জেতানো কোনও ইনিংসও। এরমধ্যে তাঁর ওপর দিয়ে চলে গিয়েছে একাধিক ঝড়। অধিনায়কত্ব ছাড়তে হয়েছে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। বিরাট কোহলি মানেই যেন বিতর্ক। আইপিএলে আরসিবির অধিনায়ক নন, শুধু ব্য়াটার হিসেবেই খেলছেন। কিন্তু সেখানেও তাঁর ব্যাটে এখনও বড় রান আসেনি। কেন বারবার ভাল শুরু করেও আউট হতে হচ্ছে কিং কোহলিকে? প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার বাতলে দিলেন বিরাটের কোহলির রানে ফেরার উপায়। 


বিরাট পরামর্শ শোয়েবের


প্রাক্তন ভারত অধিনায়ককে রানের ফেরার উপায় বাতলে দিয়েছেন শোয়েব আখতার। তিনি বলছেন, ''কেউ চিরস্থায়ী নন। এমনকী বিরাট কোহলিও নন। যদি পারফর্ম করতে না পারে, তবে ওকেও বসিয়ে দেওয়া হতে পারে। কিছু বিষয় আছে, যা আমি কেন কেউই বলতে পারবে না। কিন্তু এটুকু নিশ্চিত যে বিরাটের মাথায় প্রচুর বিষয় ঘুরছে। ও খুব ভাল মানুষ, দারুণ প্লেয়ার, দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু আমি ওকে বলতে চাই যে একটা সময় একটা বিষয়ই মন দিতে। টিভি, দর্শক, জনপ্রিয়তা সবকিছু ভুলে যাও। নিজেকে শুধুমাত্র একজন সাধারণ ক্রিকেটার হিসেবে ভাব। ব্যাট হাতে তোল, আর পারফর্ম কর।'' 


শোয়েব আরও বলেন, ''মানুষ কিন্তু এখনই বিরাটের দিকে আঙুল তোলা শুরু করে দিয়েছে। ওর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। যা ভীষণ ভয়ঙ্কর। বিরাট খুব সাহসী প্লেয়ার ও সাহসী মানুষ। আমার বিশ্বাস ও সবকিছুর জবাব দেবে।''


বিরাটের দুর্ধর্ষ ক্য়াচ



 


দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ আরসিবির। ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ বিরাট যদিও এই ম্যাচে নজর কাড়লেন তাঁর ফিল্ডিংয়ে। ভারতীয় দলের যতজন ক্রিকেটার আছেন এই মুহূর্তে তাঁর মধ্যে সবচেয়ে ভাল ফিল্ডার প্রাক্তন ভারত অধিনায়ক, তা বলাই যায়। বা হয়ত জাডেজার পরেই থাকবে তাঁর নাম। এবার আইপিএলেও তার ছোয়া পাওয়া গেল। মহম্মদ সিরাজের বলে চালিয়ে খেলতে গিয়ে মিড উইকেটে বিরাটের হাতে বন্দি হন ঋষভ পন্থ। লাফিয়ে একহাতে দুর্দান্ত ক্যাচ ধরেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেই সময়ই ক্যামেরা তাক করে স্ট্যান্ডের দিকে। দেখা যায় বিরাটের ক্যাচ অবাক করে দিয়েছে অনুষ্কাকেও। বিস্ময় যেন চোখেমুখে ধরা পড়ে বলি অভিনেত্রীর।