মুম্বই: আইপিএলে কোভিডও আতঙ্ক বেড়েই চলেছে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিড আক্রান্ত হয়েছিলেন প্রথমে। এরপর দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শও আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর, আরও একজন সেই ফ্র্যাঞ্চাইজির করোনা আক্রান্ত হয়েছেন। 


ফের কোভিড আক্রান্ত দিল্লি শিবিরে


প্যাট্রিক ফারহার্ট ও মিচেল মার্শের পর এবার করোনা আক্রান্ত হলেন টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে খেলছেন। বুধবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। 


উল্লেখ্য, গত ১৫ এপ্রিল প্রথমবার এবারের টুর্নামেন্টে কারও করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। প্যাট্রিক ফারহার্ট কোভিড আক্রান্ত হয়েছিলেন। এরপর মিচেল মার্শ ও এবার টিম সেইফার্ট আক্রান্ত হলেন। যার ফলে দিল্লি শিবিরে চাপ বাড়ল।


পাঞ্জাব বধ দিল্লির 


দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের (PBKS)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবালরা (Mayank Agarwal)। দিল্লির বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ পাঞ্জাব কিংসের ব্যাটারদের। ম্যাচ জিততে গেলে মাত্র ১১৬ রান করতে হতো ঋষভ পন্থদের (Rishabh Pant)। প্রায় ১০ ওভার বাকি থাকতে যা তুলে নিলেন ডেভিড ওয়ার্নার-পৃথ্বী শ-রা। দুজনই ঝোড়ো ব্যাটিং করেছেন। ওয়ার্নার হাফসেঞ্চুরি করে।


কী বলছেন ওয়ার্নার?


দিল্লি ক্যাপিটালসের হয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ওয়ার্নার। তাঁর আগে শুধু রয়েছেন পৃথ্বী শ। কিন্তু অজি ওপেনারের সন্তানরা না কি তাদের বাবার পারফরম্যান্স নিয়ে একদমই খুশি নয়। ৪ ইনিংসে ৬৩.৬৬ গড়ে রান করেছেন। তবুও কেন তাঁর সন্তানের বাবার ব্যাটিং পছন্দ হচ্ছে না? গতকাল ম্যাচের পর ওয়ার্নার জানিয়েছেন যে তাঁর তিন মেয়ে এখন জস বাটলারের ব্যাটিংয়ে মজেছেন। রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটারের মতো কেন ব্যাট করতে পারছে না বাবা, তা জানতে চাইছে ওয়ার্নারের সন্তানরা।