মুম্বই: দিল্লির হয়ে এর আগেও খেলেছেন আইপিএলে। কিন্তু এবার মরসুম শুরুর পর থেকে এখনও তাঁর দেখা মেলেনি। চোটের জন্য খেলছিলেন না আনরিচ নোখিয়া, এমনই খবর শোনা যাচ্ছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি তারকা প্রোটিয়া পেসারকে। তবে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন যে খুব তাড়াতাড়ি হয়ত দেখা মিলবে নোখিয়ার। পন্টিং জানান, ''অনুশীলনে ১০০ শতাংশ ফিট মনে হয়েছে নোখিয়াকে। আশা করি আরও কিছুদিনেই মধ্যেই পুরো ফিট হয়ে উঠবে ও। তাছাড়া লখনউ ম্যাচের আগে হাতে কয়েক দিন সময়ও আছে।''


ওয়ার্নারকে নিয়েও আশাবাদী পন্টিং

বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং আশাবাদী যে ডেভিড ওয়ার্নারকেও পাওয়া যাবে দিল্লির পরের ম্যাচ থেকে। পাকিস্তানের মাটিকে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজের পর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাঁহাতি অজি ওপেনারকে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যে চুক্তি রয়েছে, সেই অনুযায়ী এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না কোনও অজি ক্রিকেটারই। সেই অনুযায়ী ওয়ার্নারও আইপিএলে এখনও খেলতে পারেননি

 পন্টিং বলেন, ''আমার মনে হয় যে ওয়ার্নার মুম্বইয়ে পৌঁছে গিয়েছে। খুব তাড়াতাড়িই ওর সঙ্গে দেখা হবে। এছাড়া মিচেল মার্শও বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ে রয়েছেন। ও কোয়ারেন্টিনে ছিল। তবে আগামী ১০ তারিখ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে ওকে পাওয়া যাবে, আমি আশাবাদী।''


রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চাপের মুখেও ম্যাচ বার করে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। ললিত যাদব, অক্ষর পটেলরা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। শনিবার গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে অবশ্য শেষরক্ষা হল না। ১৭২ রান তাড়া করতে নেমে ১৪ রান আগেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস (DC)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) গুজরাতের কাছে হেরে গেল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস।


লকির আগুন


বল হাতে দিল্লি ইনিংসকে তছনছ করলেন লকি ফার্গুসন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। তাঁর বলের গতি সামলাতে হিমসিম খেতে হয়েছে দিল্লি ব্যাটারদের। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ শামি। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। গুজরাতের ১৭১/৬ তাড়া করতে নেমে ১৫৭/৯ স্কোরে আটকে গেলেন পন্থরা।