মুম্বই: আবার আইপিএলে করোনা (Covid 19) থাবা। গত বছর কোভিডের জন্যই সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল আইপিএলের(IPL) টুর্নামেন্ট। কিন্তু এবার ভারতের মাটিতেই হচ্ছে এই টুর্নামেন্ট। কোভিডের বাড়বাড়ন্ত কমায় মাঠে দর্শক অনুমতিও মিলেছে। কিন্তু এরই মধ্যে চিন্তার খবর। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের ফিডিও প্যাট্রিক ফারহার্ট। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসেকর মেডিক্যাল টিম রীতিমতো পর্যবেক্ষণ করছেন প্যাট্রিককে।


 






আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক চাহার


আইপিএলে তরফে একটি বিবৃতি দিয়ে দীপক চাহারের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। ইডেনে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ (T-20 Series) চলাকালীন তিনি চোট পান। তাঁর উরুর পেশি ছিঁড়ে গিয়েছে। এই চোটের জন্যই তিনি আইপিএলের বেশিরভাগ ম্যাচ খেলতে পারবেন না। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এখনও পর্যন্ত চাহারের বদলি কাকে নেবে সিএসকে তা জানা যায়নি। কোনও সরকারি বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে দলে নিয়েছিল সিএসকে। এই প্রথম ১০ কোটির বেশি টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে দলে নিল সিএসকে। কিন্তু চাহার চোট পাওয়ায় সিএসকে-র পরিকল্পনা ধাক্কা খেল। সূত্রের খবর, এই অলরাউন্ডারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে চাহারের। এনসিএ-র মেডিক্যাল টিম ও ফিজিওরা কী রিপোর্ট দেন, তার অপেক্ষায় সিএসকে টিম ম্যানেজমেন্ট।


নাইটদের নববর্ষ


এ যেন ষোলো আনা বাঙালিয়ানা। প্যাট কামিন্স (Pat Cummins) আর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুজনের পরনেই পাজামা-পাঞ্জাবি। বাঙালি নববর্ষে মিষ্টিমুখ সারলেন। জানালেন শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে হলুদ রংয়ের পাঞ্জাবি পরে দেখা গিয়েছে কামিন্সকে। শ্রেয়সের পরনেও পাঞ্জাবি। তিনি কামিন্সের দিকে বাড়িয়ে দিচ্ছেন মিষ্টির প্লেট। সেই সঙ্গে জানাচ্ছেন, দিনটি বাংলার নববর্ষ। তারপর মিষ্টিমুখ সেরে অস্ট্রেলিয়ার তারকা পেসার কামিন্স বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।