মুম্বই: বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে অভিষেক হল তরুণ খেলোয়াড় রসিখ সালাম দারের। জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসারকে নিয়ে সকলেই বেশ কৌতূহলী। এবারের মেগা নিলামে কেকেআর তাঁকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় সই করিয়েছিল। পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের একাদশে জায়গা পান তিনি। উমেশ যাদব তাঁর হাতে ম্যাচ ক্যাপ তুলে দেন।


জম্মু থেকে কলকাতা


রসিখ জম্মু ও কাশ্মীরের কুলগামের ক্রিকেটার। এর আগে তিনি ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক হয়েছিল রসিখের। মাত্র ১৭ বছর বয়সে তিনি আইপিএলে অভিষেক ঘটিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি ছ'টি টি-টোয়েন্টি ম্যাচে মোট চারটি উইকেট নিয়েছেন। তাঁর প্রতিভা এবং সম্ভাবনা দেখে কেকেআর তাদের দলে রসিখকে অন্তর্ভুক্ত করে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত এদিন তিন ওভার বল করে ১৮ রান দিয়েছেন রসিখ সালাম। তিন ওভারে কোনও উইকেট না পেলেও তাঁর বল সকলের নজর কেড়ে নিয়েছে।


ম্যাকালামের সার্টিফিকেট


রসিখকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘রসিখ সালাম হল দারুণ প্রতিভাবান। দু'দিকেই বল স্যুইং করানোর দক্ষতা রয়েছে। যেটা খুব কম দেখা যায়।’


পন্থে ভরসা


গত আইপিএলটা (IPL) দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর। নেতৃত্ব হারিয়েছেন মরসুমের মাঝপথে। এমনকী, দল থেকে বাদও পড়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাঁকে আর প্রত্যাশামতোই রিটেন করেনি। নিলামের টেবিল থেকে তাঁকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (DC)। পনেরোতম আইপিএলে মাঠে নামার আগে সেই ডেভিড ওয়ার্নার (David Warner) জানিয়ে দিলেন, তিনি এক হাতে ছক্কা মারার পাঠ নেবেন ঋষভ পন্থের থেকে। দিল্লি ক্যাপিটালসে পন্থের নেতৃত্বে খেলবেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিলেন বলে দিল্লির হয়ে এবার এখনও মাঠে নামতে পারেননি ওয়ার্নার। পাকিস্তান থেকে মুম্বইয়ে এসে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে তাঁর মাঠে নামার কথা। ওয়ার্নার বলেছেন, 'এক হাতে কীভাবে শট খলতে হয়, ঋষভের কাছে শিখতে চাই। ও তরুণ অধিনায়ক। নেতৃত্বের বিভিন্ন বিষয় শিখছে। ভারতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ। ওর সঙ্গে ব্যাট করার জন্য ছটফট করছি।'


জোড়া ফলা


বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লখনউ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস (DC)। সেই ম্যাচের আগে বড় ঘোষণা করলেন দিল্লি ক্যাপিটালস দলের সহকারী কোচ শেন ওয়াটসন (Shan Watson)।


ওয়াটসন জানালেন, বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে দলের দুই সেরা তারকা, ডেভিড ওয়ার্নার ও এনরিক নোখিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ফিরে সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ওয়ার্নার। ওয়াটসন বলেছেন, 'ওয়ার্নারের কোয়ারেন্টিন পর্ব শেষ। ওকে লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে। যে খবরটা দারুণ রোমাঞ্চকর। এছাড়া নোখিয়াও খেলতে পারবে। গত দু'সপ্তাহ ওর রিহ্যাবিলিটেশন দারুণ গিয়েছে। ফিটনেস টেস্টেও পাশ করেছে নোখিয়া।'


ক্যাপ্টেনকে খুশি করার চেষ্টা, রোহিতের কাছে উল্টে ধমক খেয়েছিলেন ঈশান!