বেঙ্গালুরু: নিলামে সানরাইজার্স হায়দরাবাদও তাঁদের স্কোয়াড গঠনে কিছু চমক রেখেছে। কেন উইলিয়ামসনের নেতৃত্বেই আসন্ন আইপিএলে খেলতে নামবে অরেঞ্জ আর্মিরা। নিলামের আগে অন্যান্য দলের মতোই তিনজন করে প্লেয়ার রিটেন করেছিল সানরাইজার্স। তাঁরা হলেন কেন উইলিয়ামসন, উমরান মালিক ও আবদুল সামাদ। কিউয়ি তারকা ক্রিকেটারকে রিটেন করতে হায়দরাবাদ খরচ করেছিল ১৪ কোটি টাকা। আবদুল সামাদ ও উমরান মালিককে রিটেন করতে ৪ কোটি টাকা করে খরচ করেছিল হায়দরাবাদ শিবির। কিন্তু নিলাম থেকে আরও ২০ জন ক্রিকেটারকে দলে নিয়ে নিল তারা। কেমন হল সানরাইজার্স হায়দরাবাদের পূর্ণাঙ্গ স্কোয়াড?


এক নজরে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদের পূর্ণাঙ্গ দল -


ব্যাটার



প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠী, আর সামর্থ, এইডেন মার্করম, 


উইকেট কিপার ব্যাটার


নিকোলাস পুরান, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস


অলরাউন্ডার


অভিশেষ শর্মা, আবদুল সামাদ, শশাঙ্ক সিংহ, রোমারিও শেফার্ড, মার্কো ইয়েনসেন, ওয়াশিংটন সুন্দর


বোলার


ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, শ্রেয়স গোপাল, সিন অ্যাবট, জগদীশ সুচিত, টি নটরাজন, ফাজাল্লা ফারুখি


এদিকে, নিলামে প্রথম দিন উপেক্ষিত ছিলেন। যা দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। নিলামের দ্বিতীয় দিন স্বস্তি ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জন্য। দল পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। আগামী আইপিএলে তিনি খেলবেন হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের হয়ে। তাঁর ন্যূনতম দর ছিল এক কোটি টাকা। ঋদ্ধির জন্য দর হেঁকেছিল চেন্নাই সুপার কিংসও। অবশেষে গুজরাত তাঁকে দলে নিল। এক কোটি ৯০ লক্ষ টাকা দাম উঠল অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের।


ভারতীয় দল থেকে তাঁকে নাকি বলে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে তারা। যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁকে না রেখে কে এস ভরতকে দলে রাখা হতে পারে। যে হতাশায় রঞ্জি ট্রফি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।


সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবার আইপিএলের (IPL) নিলামের টেবিলেও উপেক্ষিত ছিলেন প্রথম দিন। তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে শনিবার আগ্রহ দেখায়নি কোনও দলই। তাই নিলামে প্রথম দফায় অবিক্রিতই থেকে গিয়েছিলেন ঋদ্ধি। সেই ঋদ্ধি, বিরাট কোহলি পর্যন্ত যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে মেনে নিয়েছেন। অবশেষে রবিবার স্বস্তি বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য ।