বেঙ্গালুরু: সকালেই নিজের সুস্থতার খবর দিয়েছিলেন। শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর বদলে আইপিএলের নিলামে দায়িত্ব সামলানো চারু শর্মাকে। নিলাম পর্বের একেবারে শেষে এসে চমকও দেখালেন। মঞ্চে উপস্থিত হলেন স্বয়ং। নিলামের শেষ পর্বের দায়িত্ব ফের তিনি সামলাবেন। চারু শর্মা নিজেই সেই ঘোষণা করে সরে দাঁড়ালেন। হিউ এডমেডেসর কেড়ে নিলেন নিলাম মঞ্চের সব আলো। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিসিআই অফিশিয়াল সবাই মিলে উঠে দাঁড়িয়ে করতালিতে স্বাগত জানায় এডমেডেসকে। 


 






গতকাল, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে তখন পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দর কষাকষি তুঙ্গে। আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন হিউ এডমেডেস। যিনি আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন।


আইপিএলের (IPL) ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে খেলাধুলোর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কি না মনে করা যাচ্ছে না। খেলার মাঠে খেলোয়াড়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়ছেন, এ দৃশ্য কখনও দেখা যায়নি।


সেরকমই আকস্মিক ঘটনা ঘটে গেল শনিবার। নিলাম চলাকালীন লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস (Hugh Edmeades)। যা দেখে শঙ্কিত গোটা ক্রিকেটবিশ্ব। শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। তাঁর পরিবর্তে শনিবার, ১২ ফেব্রুয়ারি, নিলামের বাকি অংশের সঞ্চালনা করবেন পরিচিত ধারাভাষ্যকার চারু শর্মা (Charu Sharma)। হিউ আচমকা অসুস্থ হয়ে পড়ায় লাঞ্চ ব্রেক এগিয়ে আনা হয়েছিল। 


শনিবার নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান হিউ। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছিল তাঁর জন্য। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।