মুম্বই : দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডুয়েল ছিল কার্যত মরণ-বাঁচন ম্যাচ। রোহিত শর্মা (Rohita Sharma) ব্রিগেডকে হারাতে পারলে কলকাতায় প্লে-অফের টিকিট নাহলে বিদায়, এই সরল সমীকরণ ও প্রবল চাপের মুখে নেমেছিল তারা। যদিও মুম্বই ম্যাচটা জিতে গেলে ভাগ্য খুলে গেল বিরাট কোহলিদের। প্লে-অফে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২৫ মে ইডেন গার্ডেন্সে তারা এলিমিনেটরে খেলবে লখনউ সুপার জায়ন্টসদের (Lukhnow Super Giants) বিরুদ্ধে। অন্যদিকে, কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচ ২৪ তারিখ সন্ধেয়। দুটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধে সাড়ে ৭ টা থেকে।
ক্লাসিক বুমরাহ
৪ ওভারে ১১ টা ডট বল। মাত্র ২৫ রান দিয়ে পৃথ্বী শা (২৪), মিচেল মার্শ (০) ও রোভম্যান পাওয়েলকে (৪৩) সাজঘরে ফেরানো। ওয়াংখেড়েতে এদিন দেখা মিলেছে ক্লাসিক বুমরাহের। মরণ-বাঁচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের কার্যত কেউই সেভাবে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। অধিনায়ক ঋষভ ও রোভম্যানের লড়াকু ইনিংসের সুবাদে ১৫৯ রানের স্কোর খাড়া করে দিল্লি ক্যাপিটালস। জবাবে অধিনায়ক রোহিত শর্মা (২) ব্যাট হাতে ব্যর্থ হলেও ইশান কিষাণ (৪৮) ও ডেওয়াল্ড ব্রেউইশ (৩৭) মুম্বইয়ের রান তাড়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। দিল্লির পেস ব্যাটারিকে সামলে শেষপর্বে টিম ডেভিডের ১১ বলে ২ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ঝোড়ো ৩৪ রানের ইনিংসের সুবাদে ১৯.১ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই।
আইপিএলের প্লে-অফ
কোয়ালিফায়ার (২৪ মে)- গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
এলিমিনেটর (২৫ মে)- লখনউ সুপার জায়ন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
(দুটি ম্যাচই ইডেন গার্ডেন্সে সন্ধে সাড়ে ৭ টা থেকে)
আরও পড়ুন- ঝড়ের তাণ্ডব ইডেনজুড়ে, প্লে-অফের প্রাক্কালে ছুটে এলেন মহারাজ