মুম্বই : সম্মানের লড়াইয়ে নেমে জাতীয় দলের সতীর্থ তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) হাসিটা কিছুটা চওড়া করলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) (৩/২৫)। ওয়াংখেড়েতে তুললেন চেনা বুম-বুম ঝড়। যার সামনে পড়ে কার্যত টলমল করল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) টপ অর্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিংয়ের ঝড়-ঝাপ্টা সামলে অবশ্য শেষ পর্যন্ত ঋষভ পন্থ (৩৯), রোভম্যান পাওয়েলদের (৪৩) ব্যাটে ভর করে লড়াকু স্কোর খাড়া করল দিল্লি। প্লে-অপের ভাগ্য নির্ধারিক ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান খাড়া করল দিল্লি ক্যাপিটালস।


প্লে-অফের দৌড়ে কে কোথায়


দিল্লির কাছে এদিনের মুম্বই ডুয়েল কার্যত মরণ-বাঁচন ম্যাচ। রোহিত শর্মা (Rohita Sharma) ব্রিগেডকে হারাতে পারলে কলকাতায় প্লে-অফের টিকিট নাহলে বিদায়, এই সরল সমীকরণ ও প্রবল চাপের মুখে তারা। এদিকে মুম্বই ম্যাচটা জিতে গেলে ভাগ্য খুলতে বিরাটদের  সেক্ষেত্রে প্লে-অফে চলে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।


বুমরাহ ঝড় সামলে দিল্লির ব্যাটিং


৪ ওভারে ১১ টা ডট বল। মাত্র ২৫ রান দিয়ে পৃথ্বী শা (২৪), মিচেল মার্শ (০) ও রোভম্যান পাওয়েলকে (৪৩) সাজঘরে ফেরানো। ওয়াংখেড়েতে এদিন দেখা মিলেছে ক্লাসিক বুমরাহের। মরণ-বাঁচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের কার্যত কেউই সেভাবে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। অধিনায়ক ঋষভ ও রোভম্যানের লড়াকু ইনিংসের সুবাদে ১৫৯ রানের স্কোর খাড়া করে তারা। 






ঝড়ের তাণ্ডব ইডেনজুড়ে, প্লে-অফের প্রাক্কালে ছুটে এলেন মহারাজ