নয়াদিল্লি: এবারের আইপিএল-এ (IPL 2022) যে কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়ে নিয়েছেন, তাঁদের অন্যতম জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পেসার উমরান মালিক (Umran Malik)। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন তিনি। এবার সীমান্তের ওপার থেকেও প্রশংসা ভেসে এল। এই তরুণ পেসারের প্রশংসা করলেন পাকিস্তানের (Pakistan) উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল (Kamran Akmal)। তাঁর মন্তব্য, পাকিস্তানে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেতেন উমরান।
আইপিএল-এ নজর কাড়ছেন উমরান মালিক
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত গতিতে বল করছেন উমরান। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বলটি তাঁরই করা। এই তরুণের প্রশংসা করে কামরান বলেছেন, ‘ও যদি পাকিস্তানে থাকত, তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলত। ওর ইকনমি রেট বেশি, কিন্তু ও উইকেট পাচ্ছে। তাই ও স্ট্রাইক বোলার। প্রতি ম্যাচের পরেই ওর বলের গতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে। ওর বলের গতি কমছে না। ব্রেট লি, শোয়েব আখতাররাও বেশি রান দিতেন, কিন্তু তাঁরা উইকেট নিতেন। স্ট্রাইক বোলারদের এরকমই হওয়া উচিত। ভারতীয় দলে ভাল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। অতীতে ভারতীয় দলে ভালমানের ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহর মতো পেসাররা আছে। উমেশ যাদবও ভাল বোলিং করছে। একসঙ্গে ১০-১২ জন সমমানের পেসার থাকায় ভারতীয় নির্বাচকদের কাজ কঠিন হয়ে যাচ্ছে।’
উমরান মালিকের প্রশংসায় কামরান আকমল
উমরানের প্রশংসা করে কামরান আরও বলেছেন, ‘গত মরসুমে ও একটি বা দু’টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল। ও যদি পাকিস্তানে থাকত, তাহলে নিশ্চিতভাবেই আমাদের হয়ে খেলত। কিন্তু ভারতীয় ক্রিকেটের পরিচালকরা উমরানকে একটি গোটা আইপিএল মরসুমে খেলার সুযোগ দিয়ে পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন।’
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন উমরান। উইকেট নেওয়ার পাশাপাশি বলের গতির জন্যও দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। বিভিন্ন মহল থেকে তাঁকে ভারতীয় দলে নেওয়ার দাবি উঠছে। তবে এ বিষয়ে এখনও জাতীয় নির্বাচকদের বক্তব্য জানা যায়নি।