মুম্বই: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সব দলই।
আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) দলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন। বুধবার সকালে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। এবার কোয়ারেন্টিনের নিয়মে কিছু শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনদিনের কোয়ারেন্টিন পর্বের মধ্যে দিয়ে যেতে হবে সকলকে।
ইনস্টাগ্রামে লখনউয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, তিনি ৩ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন। রাহুল বলেছেন, ‘আশা করছি এই তিন দিনের কোয়ারেন্টিন দ্রুত শেষ হবে এবং আমি এখান থেকে বেরিয়ে দলের বাকিদের সঙ্গে দেখা করতে চাই। পরের দুই মাস খুব স্পেশ্যাল হতে চলেছে। খুব মজার সময় কাটবে সব ছেলেদের সঙ্গে।’ তিনি যোগ করেছেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করব এবং কাজ করব, যাতে জয়ের রাস্তায় থাকতে পারি। নতুন মরসুমে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের বিশেষ কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে। এবং দলের প্রত্যেকেই এটি করতে পারবে ভেবে খুব উত্তেজিত। মরসুম শুরুর জন্য আর তর সইছে না। সকলেই মাঠে নেমে একসঙ্গে ম্যাচ জেতার জন্য যেন আর অপেক্ষা করতে পারছি না।’
এদিকে, কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে নিলামে তোলেনি। তাঁকে রিটেন করা হয়েছিল। জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডার সদ্য ভারতে এসে পৌঁছেছেন এবং কেকেআরের হোটেলে শুরু হয়ে গিয়েছে তাঁর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব।
কেকেআরের হয়ে দীর্ঘ সাত মরসুম ইতিমধ্যেই খেলা হয়েছে গিয়েছে রাসেলের। এটি তাঁর অষ্টম মরসুম। নাইটদের হয়ে বরাবরই বড় ভরসা রাসেল। মাঠে যেমন তাঁর বিধ্বংসী ছক্কা জনপ্রিয়, তেমনই তাঁর বাহারি হেয়ারস্টাইলও দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। আগামী মরসুমে নতুন হেয়ারস্টাইলে আইপিএল মাতাতে তৈরি রাসেল। বুধবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করে। সেখানে নাইট তারকাকে নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনি, অন্যদিকে সোনালি। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে বেশ অবাক।
ভিডিয়োয় রাসেলকে বলতে শোনা গিয়েছে, ‘ভয়ের কোনও কারণ নেই, দ্রে রাস চলে এসেছে। আমার পার্পেল-গোল্ড (বেগুনি-সোনালি) চুল দেখ।’ রাসেল বাহারি চুলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে কতটা চমক দেবেন, তাঁর উপরে নাইটদের ভাগ্য অনেকটা নির্ভর করবে।