কলকাতা: ইডেনে ম্যাচ দেখতে এসে অভিনব দৃশ্যের সাক্ষী হয়েছেন দর্শকরা। আরসিবি বনাম লখনউ ম্যাচে গ্যালারির দর্শকরা যেন দেখতে পেয়েছিল একটুকরো ডব্লিউডব্লিউই বা বাহুবলী ছবির ক্লিপিংস। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে গিয়েছিলেন এক সমর্থক। তাঁকে রীতিমতো পাঁজাকোলা করে মাঠের বাইরে বের করে দিয়েছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিরাটও অবাক হয়ে গিয়েছিলেন সেই পুলিশকর্মীর কাণ্ড দেখে। এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে পোস্ট করা হল। সাধারণের উদ্দেশে বার্তা দিয়ে একটি পোস্ট করা হয়েছে। কী সেই পোস্ট?



ঠিক কী হয়েছিল?


লখনউ সুপারজায়ান্টস ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল মাঠে। বিরাট কোহলি তখন মাঠে ফিল্ডিংয়ে। কলকাতার মাঠে খেলা আর বিরাট ভক্তদের পাগলামো দেখা যাবে না, তা কি হয় নাকি। গতকাল ম্যাচের মাঝে ঠিক তেমনই এক বিরাট সমর্থক আচমকাই গার্ডরেল টপকে ঢুকে পড়েছিলেন মাঠে শুধুমাত্র প্রিয় ক্রিকেটারের ছোঁয়া পাবেন বলে। কিন্তু সেই সময় আচমকাই এক পুলিশকর্মী বাধা হয়ে দাঁড়ান সেই সমর্থকের সামনে। তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কাঁধে তুলে নেন ও মাঠের বাইরে নিয়ে যান একদম। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘটে। বিরাট নিজেও তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনিও হেসে ফেলেন পুরো ঘটনা দেখেই। সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। 


আরে এ তো পুরো ডব্লিউডব্লিউইর ক্লিপিংস। বুধবার ইডেনে তেমনই ছবি ধরা পড়ল। আরসিবি বনাম লখনউ ম্যাচের মাঝে গোটা মাঠ সাক্ষী থাকল এক জৈনিক পুলিশের এক সমর্থককে পুরো রেসলিংয়ের স্টাইকে কাঁধে তুলে মাঠের ফেন্সিংয়ের বাইরে ফেলে দেওয়ার ছবি। 


এর আগেও নিরাপত্তাবেষ্টনী টপকে এভাবে মাঠে ঢুকে প্রিয় ক্রিকেটারের কাছে চলে যাওয়ার ঘটনা দেখা গিয়েছিল। কিন্তু এবার সেই ঘটনা আকস্মিকতা নয়, কলকাতা পুলিশকর্মীর বাহুবলী রূপই যেন খবর হয়ে থাকল।