আমদাবাদ: আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।
আজ আইপিএলে
রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কোথায় খেলা
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায় ছিল লিগ শেষে?
আইপিএল লিগ পর্যায়ের শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে দিল্লি ক্য়াপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। চতুর্থ স্থানে ছিল বিরাট, ফাফরা।
রাজস্থানের গুজরাতের বিরুদ্ধে হার
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা। পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে।
আরসিবির দুরন্ত জয়
লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা।