মুম্বই: গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) চলাকালীন বিতর্কে জড়িয়েছিলেন ক্রিকেটার দীপক হুডা (Deepak Hooda)। ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) সঙ্গে বচসার জেরে ভডোডরার (Baroda) বায়ো বাবল (Bio-bubble) ছেড়ে বেরিয়ে যান হুডা। তিনি অভিযোগ করেন, তাঁকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন ক্রুণাল। এরপর ভডোডরা ছেড়ে রাজস্থানের (Rajasthan) হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন হুডা। তবে সেই ঘটনা অতীত। এখন আইপিএল-এ (IPL 2022) লখনই সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে খেলছেন হুডা ও ক্রুণাল। তাঁদের সম্পর্ক এখন স্বাভাবিক। অতীতের ঘটনা মন থেকে মুছে ফেলে তাঁরা মাঠে দলের হয়ে নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছেন।
ক্রুণাল ভাইয়ের মতো, বলছেন হুডা
এ প্রসঙ্গে হুডা বলেছেন, ‘ক্রুণাল পাণ্ড্য আমার ভাইয়ের মতো। ভাইদের মধ্যে ঝগড়া-লড়াই হতেই পারে। আমরা একটাই লক্ষ্য নিয়ে খেলছি, সেটা হল লখনউ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচ জিততে হবে।’
এবারের আইপিএল-এর নিলামে হুডাকে ৫.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ। ক্রুণালের দর ওঠে ৮.২৫ কোটি টাকা। আইপিএল-এ ক্রুণালের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নিতে হবে জেনে প্রথমেই কী মনে হয়েছিল? হুডা জানিয়েছেন, ‘আমি আইপিএল-এর নিলাম দেখছিলাম না। ফলে সেই সময় কিছু জানতে পারিনি। পরে খবর পেয়েছি। টিম হোটেলে অন্যান্য সহ খেলোয়াড়দের মতোই আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। অতীতে যা হয়েছে, এখন আর তার রেশ নেই। আমরা এখন একই দলে খেলছি, আমাদের লক্ষ্য একই।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হুডার
এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে হুডার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। চলতি আইপিএল-এ দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটসম্যান। দু’টি অর্ধশতরান করেছেন তিনি। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৪১ বলে ৫৫ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩ বলে ৫১ রান করেন হুডা। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।