মুম্বই: একের পর এক ম্যাচে টিম কম্বিনেশন বদলে, একাদশ বদলেও কোনও ফলে পরিবর্তন হল না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান বোর্ডে তুলতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। টপ অর্ডারের ব্যর্থতাই সঙ্গী। একমাত্র ব্যতিক্রম নীতিশ রানা। খেললেন অর্ধশতরানের ইনিংস। কিছুটা যোগ্য সঙ্গ দিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার। লোয়ার অর্ডারে রানাকে সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। 


১৪৬-এ আটকে গেল নাইট রাইডার্স


এদিনের ম্যাচে তিনটে বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। একাদশে এসেছিলেন নীতিশ রানা, হর্ষিত রানা ও বাবা ইন্দ্রজিৎ। ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ২ জনের মধ্য়ে কেউই রান পেলেন না। অজি ওপেনার মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান চেতন সাকারিয়ার বলে আউট হয়ে। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর টানা আরও ২টো উইকেট হারায় কেকেআর। কুলদীপের একই ওভারে ফিরে যান সুনীল নারাইন ও বাবা ইন্দ্রজিৎ। এরপর শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়স। কুলদীপের বলে হাত খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রাসেল। 


নীতিশ রানার অর্ধশতরান


এরপর রিঙ্কু সিংহকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন নীতিশ রানা। ৩টি বাউন্ডারি ও ৪টে ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন রানা। অন্যদিকে রিঙ্কুও ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান বোর্ডে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্য়াচের আগে পয়েন্ট টেবিলে আট নম্বরে ছিল কলকাতা। অন্যদিকে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যে জিতবে সেই প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে অনেকটাই।