পুণে: আজ আইপিএল-এ (IPL 2022) শীর্ষে থাকা দুই দলের লড়াই। মুখোমুখি হচ্ছে এক নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দু’দলেরই পয়েন্ট ১৬। তবে রান রেটে এগিয়ে থাকায় এক নম্বরে লখনউ। আজ যে দল জিতবে, তারাই শীর্ষে চলে যাবে। ফলে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ভাল ফর্মে লখনউ সুপার জায়ান্টস


সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে লখনউ। কে এল রাহুলের দল গত চারটি ম্যাচেই জয় পেয়েছে। লখনউয়ের অধিনায়ক নিজে যেমন ভাল খেলছেন, তেমনই দলের বাকিরাও ভাল ফর্মে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিনটি বিভাগেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে লখনউ। অন্যদিকে, গত দু’টি ম্যাচে হেরে গিয়েছে গুজরাত। হার্দিক পাণ্ড্যর দল ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিল। কিন্তু তারা হঠাৎ খেই হারিয়ে ফেলেছে। আজ জয় পেতে হলে ঋদ্ধিমান সাহা, রাহুল তেওয়াটিয়া, শুবমন গিলদের ভাল খেলা জরুরি। বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান ওপেন করতে নেমে ভাল ব্যাটিং করছেন। গত ম্যাচেও তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। আজকের ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে দল।


লখনউয়ের প্রধান ভরসা অধিনায়ক রাহুল। এছাড়া আয়ুষ বাদোনি, এভিন লুইস, মণীশ পাণ্ডে, দীপক হুডা, আবেশ খান, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খানরাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। সবাই ভাল ফর্মে থাকায় লখনউ শিবিরে তেমন কোনও সমস্যা নেই। আজও জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চান রাহুলরা।


আজ কখন খেলা?


আজ খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। আজকের ম্যাচ পুণের এমসিএ স্টেডিয়ামে। ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস হিন্দি চ্যানেলে। এছাড়া কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব, মোবাইল ফোনে সরাসরি ম্যাচ দেখা যাবে হটস্টারে।


লখনউ গত ম্যাচ খেলেছে পুণেতে। ফলে পিচ কেমন আচরণ করে, সে বিষয়ে রাহুলরা অবগত। এই কারণে তাঁদের কিছুটা সুবিধা হতে পারে। যে দল পরে ব্যাটিং করবে, তাদের সুবিধা হতে পারে। তবে টি-২০ ম্যাচে আগাম কিছু বলা সহজ নয়। যে কোনও সময় ম্যাচের রং বদলে যেতে পারে।