MI vs DC: অক্ষর-ললিত ব্যাটের ঝড়ে উড়ে গেল রোহিতের মুম্বই, রুদ্ধশ্বাস জয় দিল্লির
IPL 15: আর আইপিএলে দিল্লির অভিযান শুরুই হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Delhi Capitals vs Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
দিল্লিকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতালেন ললিত যাদব ও অক্ষর পটেল। ৩৮ বলে ৪৮ রান করে অপরাজিত রইলেন ললিত। ১৭ বলে ৩৮ রান করে ক্রিজে রইলেন অক্ষর। ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতল দিল্লি।
অবিশ্বাস্য ইনিংস খেলে দিল্লিকে ম্যাচে ফেরালেন অক্ষর পটেল ও ললিত যাদব। ১২ বলে দিল্লির জয়ের জন্য চাই আর মাত্র ৪ রান।
১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১৩৭/৬। ক্রিজে ললিত যাদব (৩১ বলে ৩৫ রান) ও অক্ষর পটেল (১১ বলে ১৬ রান)।
১১ বলে ২২ রান করে ফিরলেন শার্দুল ঠাকুর। দিল্লির স্কোর ১০৪/৬।
ব্যাটিং বিপর্যয় দিল্লি ক্যাপিটালসের। পরপর ফিরে গেলেন পৃথ্বী শ (৩৮) ও রোভম্যান পাওয়েল (০)। ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৭/৫।
টাইমাল মিলসের বলে মাত্র এক রান করে ফিরলেন ঋষভ পন্থ। চাপে দিল্লি শিবির।
বল করতে এসেই ম্যাচের মোড় ঘোরালেন এম অশ্বিন। পরপর তুলে নিলেন টিম সিফার্ট (১৪ বলে ২১ রান) ও মনদীপ সিংহ (২ বলে ০ রান)-র উইকেট। ৩.৫ ওভারে দিল্লির স্কোর ৩০/২।
রান তাড়া করতে নেমে ভাল শুরু দিল্লি ক্যাপিটালসের। ২ ওভারের শেষে তাদের স্কোর ২১/০।
দুরন্ত ব্যাটিং ঈশান কিষাণের। ৪৮ বলে ৮১ রান করে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৭৭/৫।
অক্ষর পটেলকে বিশাল ছক্কা মেরে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঈশান কিষাণ। ১৬.৩ ওভারে মুম্বই ১৩১/৪।
বল হাতে দুরন্ত ছন্দে কুলদীপ, পরপর উইকেট হারাচ্ছে মুম্বই। কায়রন পোলার্ডকেও ফেরালেন চায়নাম্যান স্পিনার। তাঁর তৃতীয় উইকেট। ১৫.৫ ওভারে মুম্বইয়ের স্কোর ১২২/৪।
আনমোলপ্রীত সিংহকে (৯ রান) ফেরালেন কুলদীপ। ১৩ ওভারে ১০০ রানে পৌঁছে গেল মুম্বই।
মুম্বই শিবিরে প্রথম ধাক্কা কুলদীপ যাদবের। ফেরালেন রোহিত শর্মাকে (৪১ রান)। ৮.২ ওভারে মুম্বইয়ের স্কোর ৬৭/১। ঈশান কিষাণ ২৫ রানে ক্রিজে রয়েছেন।
টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৬/০।
প্রেক্ষাপট
মুম্বই: কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়েছেন, তিনি রোহিত শর্মার (Rohit Sharma) মতোই ভারতের ভবিষ্যতের অধিনায়ক হওয়ার দক্ষতার মালিক। হাজারো সমালোচনা সত্ত্বেও তাঁর প্রতিভায় আস্থা রেখেছেন নির্বাচকেরা। আইপিএলে সেই ঋষভ পন্থের (Rishabh Pant) কাঁধে গুরুদায়িত্ব। কারণ, দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনি।
আর আইপিএলে দিল্লির অভিযান শুরুই হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Delhi Capitals vs Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচ দিয়ে। রবিবার আইপিএলে (IPL 15) জোড়া ম্যাচ। যার প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও দিল্লি। এই ম্যাচের আগে পন্থদের ভাবাচ্ছে বিদেশি ক্রিকেটারদের নির্বাচন।
কারণ, চোট-আঘাত বা দেরিতে পৌঁছনোর পর কোয়ারেন্টিনে থাকায় এক ঝাঁক বিদেশি ক্রিকেটারকে পাবে না দিল্লি। দলের সেরা পেসার এনরিক নোখিয়া চোটে কাবু। তাঁর রিহ্যাব চলছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে থাকায় নেই ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মুস্তাফিজুর রহমান ও লুনগি এনগিডি ভারতে পৌঁছলেও, দুজনই কোয়ারেন্টিনে। মাঠে নামতে পারছেন না। এই পরিস্থিতিতে পন্থের হাতে পড়ে থাকছেন শুধু টিম সিফার্ট ও রোভম্যান পাওয়েল।
মুম্বই সেদিক থেকে অনেকটাই চিন্তামুক্ত। তবে রোহিত শর্মারাও পাচ্ছেন না দলের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে। তাঁর হাতের চিড় এখনও সারেনি। গত মরসুম খুব খারাপ কেটেছে রোহিতদের। তবে দলের নিউক্লিয়াস ধরে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। একমাত্র হার্দিক পাণ্ড্য ছাড়া মোটামুটিভাবে সকলেই রয়েছেন। কায়রন পোলার্ড, ঈশান কিষাণ, রোহিত, সূর্যকুমার ও যশপ্রীত বুমরা, সকলেই আছেন।
রবিবার উপভোগ্য হতে চলেছে পন্থ বনাম বুমরা লড়াইও। টি-টোয়েন্টি ক্রিকেটে পন্থকে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছেন আমদাবাদের পেসার। ১২ ইনিংসে বুমরার বলে ৬ বার আউট হয়েছেন পন্থ। বুমরার বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১২। রবিবার তিনি কি পারবেন বুমরার চ্যালেঞ্জ সামলে দলকে প্রথম ম্যাচেই জয়ের সরণিতে পৌঁছে দিতে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -