বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সফর কেটেছে। হলুদ জার্সিতে একেবারে ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন আইপিএলে এবার আরসিবির জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। শুধু তাইই নয়, ফাফ ডু প্লেসিকে তাঁদের দলের নতুন অধিনায়কও বেছেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। ৩৭ বছরের প্রোটিয়া তারকা গত মরসুমেও চেন্নাইয়ের হয়ে ৬৩৩ রান করেছেন। জাতীয় দলে গ্রেম স্মিথ ও আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলেছেন। ফাফ মনে করেন ধোনি ও তিনি নিজে ২ জনেই সমান চরিত্রের। ক্যাপ্টেন হিসেবে রিল্যাক্স থাকা পছন্দ করেন। 


ফাফ ডু প্লেসিকে এবার নিলামে আরসিবি ৭ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। ফাফ এক সাক্ষাৎকারে বলছেন, ''আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, আমার ক্রিকেট কেরিয়ারে আমি অনেক ভাল ভাল অধিনায়কের সান্নিধ্যে এসেছি। শুরুর দিকে গ্রেম স্মিথের মতো অধিনায়কের অধীনে খেলেছি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা একজন অধিনায়ক সে। এরপর আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনি ও স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে খেলেছি। ওঁদের থেকে অনেক কিছু শেখার আছে।''


এরপরই ফাফ বলেন, ''আমার কােথাও মনে হয় ধোনির নেতৃত্বের ধরণের সঙ্গে আমার ধরণের অনেক মিল রয়েছে। আমার চরিত্রের সঙ্গে ওঁর চরিত্রের অনেক মিল রয়েছে। দু জনেই ঠাণ্ডা মেজাজের। রিল্যাক্স থাকার চেষ্টা করি মাঠে। আর এটা বলতে কোনও দ্বিধা নেই যে ধোনি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা একজন অধিনায়ক। দেশের জার্সিতেই হোক বা আইপিএলে, সব জায়গাতেই ওঁ সাফল্য পেয়েছে।''


আইপিএলে এখনও পর্যন্ত ১০০ ম্যাচ খেলেছেন ডানহাতি এই প্রোটিয়া স্টাইলিস্ট ব্যাটার। ১৩১ স্ট্রাইক রেটে ঝুলিতে পুরেছেন ২৯২৫ রান। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নিলামের টেবিলে লড়ে শেষ পর্যন্ত ফাফকে দলে নিয়েছে আরসিবি। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকের সঙ্গে খেলতে দেখা যাবে ফাফকে এবার।