মুম্বই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ২ দল। একটি দল পাঁচবারের চ্যাম্পিয়ন। একটি দল চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবারের টুর্নামেন্টে এই দুই দলের অবস্থাই ভীষণভাবে খারাপ। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হারের সম্মুখিন হয়েছে। অন্যদিকে ৬ ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে মাত্র একটি জয়। এই পরিস্থিতিতে প্লে অফের সম্ভাবনা ২ দলেরই এবার নেই বললেই চলে ।
চেন্নাই সুপার কিংস
৪ বারের চ্যাম্পিয়ন দলটি এখন আইপিএলের প্লে অফের দৌড় থেকে প্রায় বাদ পড়েছে। মরসুম শুরুর আগেই ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তার পরে এই দলটির পারফরম্যান্স ক্রমাগত সমস্যার সম্মুখিন হচ্ছে। তাঁর নেতৃত্বে, নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজা ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে সিএসকেকে জয় এনে দিয়েছেন। সিএসকে লিগ টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছে। শেষের দিকে থেকে দ্বিতীয় স্থানে। এবারের আইপিএলে প্লে অফে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মুম্বই ইন্ডিয়ান্স
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। CSK-এর থেকেও খারাপ পরিস্থিতি যদি কোনও দল থাকে, তাহলে সেটা হল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল, বর্তমানে তাদের ৬ টি ম্যাচ হেরে লিগ টেবিলের নিচে রয়েছে। পাঁচবার নিজের দলের হয়ে ট্রফি জেতা অধিনায়ক রোহিত শর্মাও বুঝতে পারছেন না কীভাবে পয়েন্ট টেবিলে দলের খাতা খুলবেন। মুম্বই তার বাকি সব ম্যাচ জিতলেও এ বছর এই দলের প্লে-অফে পৌঁছানোর কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার সামনে রাজস্থান
টানা ২ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে। টিম কম্বিনেশনে বদল এনেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুটো দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৩টি করে ম্যাচ জিতেছে। প্লে অফের ওঠার লড়াইয়ে টিকে থাকতে চতুর্থ জয়ের খোঁজে আজ মহারণে নামবেন সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়ার।