মুম্বই: টানা ২ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে। টিম কম্বিনেশনে বদল এনেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুটো দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৩টি করে ম্যাচ জিতেছে। প্লে অফের ওঠার লড়াইয়ে টিকে থাকতে চতুর্থ জয়ের খোঁজে আজ মহারণে নামবেন সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়ার।
আজকের ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
কোথায় খেলা
ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
রাজস্থান রয়্যালস
শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে সঞ্জু স্যামসনের দলকে। রাজস্থানের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছিল গুজরাতের বোলিং ব্রিগেড। ৩৭ রানে হারতে হয় রাজস্থানকে। ওপেনিংয়ে জস বাটলার একা দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন বারবার। মিডল অর্ডারে কিছুটা শিমরন হেটমায়ের রয়েছেন। তবে সঞ্জু স্যামসন ও দেবদত্ত পড়িক্কলের অফফর্ম চিন্তায় রাখবে রাজস্থানকে। বোলিং বিভাগে অবশ্য দলের প্লাস পয়েন্ট চাহালের ফর্মে থাকা। এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন এই লেগি। আর প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। পেস বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন। বিদেশি কোটায় ট্রেন্ট বোল্ট অনায়াসেই থাকবেন দলে। এদিন বোল্টের বোলিংয়ের ওপর নির্ভর করছে অনেক কিছু।
কলকাতা নাইট রাইডার্স
এদিকে, শেষ ২ টো ম্যাচ হেরে গিয়েছে কলকাতা। প্রথম ম্য়াচে দারুণ ইনিংস খেলার পর আর ফর্মে নেই অজিঙ্ক রাহানে। আগের ম্যাচে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ারও এবার ফর্মে নেই। নাইটদের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে সাফল্য পাননি অ্যারন ফিঞ্চ। উইকেট কিপার ব্য়াটার হিসেবে শেল্ডন জ্যাকসন ও স্যাম বিলিংসের মধ্যে কেউই রান পাচ্ছেন না। কলকাতা এদিনের ম্য়াচে একাদশে বদল আনতে পারে। সেক্ষেত্র টিম সাউদিকে খেলানো হতে পারে প্রথম একাদশে।