মুম্বই: প্রথম আইপিএল। নিলামের টেবিলে ঝড় তাঁকে নেওয়া নিয়েও দর কষাকষি চলছিল পুরোদমে। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের দলে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে। বিশ্বের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পা রেখেই সবাইকে চমকে দিয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস। মানুষ তাকে গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সাথে তুলনা করছে। ডিওয়াল্ড ব্রেভিস নিজেও বিশ্বাস করেন যে তিনি ছোটবেলা থেকেই এবি ডি ভিলিয়ার্সকে অনুসরণ করছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এবি ছাড়া কাকে তিনি আদর্শ মনে করেন। সেই তালিকায় সবার প্রথম নামটি সচিন তেন্ডুলকর। 


কী বলছেন ব্রেভিস?


নিজের আইডল সম্পর্কে কথা বলতে গিয়ে ব্রেভিস বলেন, ''আমার মনে হয় এবি ডিভিলিয়ার্সকে অনেকেই চেনেন। আমি ছোটবেলা থেকে তাঁদের দেখছি। তবে আমার পছন্দের তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর। এই মানুষটাকে আমি আমার অনুপ্রেরণা মনে করি। তিনি যেভাবে খেলতেন, যেভাবে শট মারতেন তা সত্যিই এককথায় অসাধারণ। আমি বিরাট কোহলিকেও পছন্দ করি। একই সঙ্গে, আমি শেন ওয়ার্নকে বোলার হিসেবে পছন্দ করি কারণ আমি নিজে একজন লেগ স্পিনার।''


আইপিএল খেলার অভিজ্ঞতা


আইপিএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ''আইপিএলে খেলার জন্য আমি খুবই উত্তেজিত। আমি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে সময় কাটাচ্ছি। যখনই সুযোগ পাই, তাদের কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করি। আমি আরও এবং আরও শিখতে চাই।''


মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশা শেষ


টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। CSK-এর থেকেও খারাপ পরিস্থিতি যদি কোনও দল থাকে, তাহলে সেটা হল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল, বর্তমানে তাদের ৬ টি ম্যাচ হেরে লিগ টেবিলের নিচে রয়েছে। পাঁচবার নিজের দলের হয়ে ট্রফি জেতা অধিনায়ক রোহিত শর্মাও বুঝতে পারছেন না কীভাবে পয়েন্ট টেবিলে দলের খাতা খুলবেন। মুম্বই তার বাকি সব ম্যাচ জিতলেও এ বছর এই দলের প্লে-অফে পৌঁছানোর কোনও সম্ভাবনা নেই।