মুম্বই: বয়স বেড়েছে। চামড়া কুঁচকেছে। মাথায় কাঁচা-পাকা চুলের বাহার। চল্লিশ বছর বয়সেও তিনি যে একইরকম প্রাসঙ্গিক, তা বলাই বাহুল্য। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ১৬ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন চেন্নাইকে (Chennai)। তাঁর ব্যাটিং বিক্রমেই টানা ৭ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর গতকালের ইনিংসের পরই মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে ট্যুইটারে একের পর এক পোস্ট। সেখানে কেউ লিখেছেন যে এখনও বিশ্বের সেরা ফিনিশার ধোনি। আবার প্রাক্তন ক্রিকেটার আর পি সিংহ আর্জি জানিয়েছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দয়া করে অবসর ভেঙে ফিরে আসুক ধোনি। এছাড়াও ফিনিশার ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মাইকেল ভন, কেভিন পিটারসেনের মতো প্রাক্তন ক্রিকেটাররাও।
এক নজরে দেখে নেওয়া যাক ধোনিকে নিয়ে করা ট্যুইটগুলো -
গতকাল রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের (CSK) নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। নিন্দুকেরা তাতেও বলাবলি করেন, এখনও চালিয়ে যাওয়া কি যুক্তিসঙ্গত?
মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) দেখিয়ে দিলেন, পুরনো চাল ভাতে বাড়ে। বয়স, ফর্ম-সহ সমস্ত প্রশ্নকে হেলিকপ্টার শটে আরব সাগরে উড়িয়ে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন এমএসডি। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উনাদকটের প্রথম বলে ফিরে যান ডোয়েন প্রিটোরিয়াস। পরের বলে ডোয়েন ব্র্যাভো এক রান নেওয়ার পর অঙ্কটা দাঁড়িয়েছিল, ম্যাচট জিততে শেষ ৪ বলে ১৬ রান করতে হবে সিএসকে-কে। স্ট্রাইকে ধোনি। অনেকেই ভেবেছিলেন যে, স্তিমিত সময়ের ধোনি পারবেন না। বরং টানা পরাজয়ের অভিশাপ কাটিয়ে জয়ের সরণিতে ফিরবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।
পরের চার বলে ধোনি মারলেন ছক্কা, চার, দুই ও চার রান। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে যেন সেই পুরনো ধোনির প্রতিফলন। যিনি ক্রিজে থাকা মানে হারার আগে না হারার মানসিকতা। অসম্ভবকে সম্ভব করে তোলার বিশ্বাস। ১৩ বলে ২৮ রানে অপরাজিত রইলেন ধোনি। সেই সঙ্গেই যেন অপরাজিত রইল কোটি কোটি ভক্তের স্বপ্ন। যে স্বপ্ন বলে, পারেন। ধোনি এখনও পারেন।