মুম্বই: আইপিএলে আজ সুপার সানডে। ২২ গজে ২ টো মহারণের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hayderabad)। শেষ তিন ম্যাচে জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে কমলা জার্সিধারীরা। আবার পাঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল ফর্মে ফিরেছেন।
সানরাইজার্স হায়দরাবাদ
কমলা জার্সিধারী সানরাইজার্সের ওপেনার কেন উইলিয়ামসন শেষ ২ ম্যাচে রানে ফিরেছেন। তার মধ্যে একটি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। আরেক ওপেনার অভিষেক শর্মা এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুধুমাত্র ব্যর্থ হয়েছেন তিনি। মিডল অর্ডারে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন রাহুল ত্রিপাঠী। কেকেআরের বিরুদ্ধে জয়সূচক অর্ধশতরানের ইনিংস খেলেছেন সেই ব্যাটার। এছাড়া প্রোটিয়া তারকা এইডেন মার্করমও রান পেয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে উমরান মালিক এবার সানরাইজার্সের জার্সিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপ এবার সবচেয়ে বেশি শক্তিশালী। ওপেনিংয়ে শিখর ধবন এসে দলের ভারসাম্য বাড়িয়ে দিয়েছেন। মিডল অর্ডারে শাহরুখ খান, ওডেন স্মিথ, লিয়াম লিভিংস্টোন ৩ জনেই দুর্দান্ত ছন্দে। স্লগ ওভারে মারমুখি মেজাজে ব্য়াটিং করছেন তারা। আগের ম্যাচে জনি বেয়ারস্টো ফিরেছেন স্কোয়াডে। ওপেনিং আরও শক্তিশালী হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে কাগিসো রাবাডা নেতৃত্বে দিচ্ছেন।
পয়েন্ট টেবিলে কে কোথায়?
৫ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদও পাঁছ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে।
আজকের ম্যাচ
পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্য়াকাডেমি, মুম্বই
কখন শুরু
বিকেল ৩.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে