মুম্বই: চেষ্টা করেছিলেন তিলক বর্মা (Tilak Verma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। ৪৩ বলে ৫৪ রান করে আউট হন ঈশান। যাঁকে এবার রেকর্ড অর্থে ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নবাগত তিলক চার নম্বরে নেমে ৩৩ বলে ৬১ রান করেন। কিন্তু তাও মুম্বই ইন্ডিয়ান্স আটকে গেল ১৭০/৮ স্কোরে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ২৩ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।


নায়ক বাটলার


যে জয়ের নায়ক জস বাটলার। প্রতিপক্ষ বোলিং আক্রমণে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো বিশ্বের অন্যতম সেরা বোলার। রোহিত শর্মার (Rohit Sharma) মতো ধুরন্ধর অধিনায়ক। সর্বোপরি, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু বিপক্ষকে কার্যত সাধারণের পর্যায়ে নামিয়ে আনলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৬ বলে। এটাই এবারের আইপিএলের (IPL) প্রথম সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করে আউট হলেন বাটলার। শেষ পর্যন্ত বুমরার বলেই আউট হন। তবে তার আগে যা ক্ষতি করার করে দিয়েছেন বাটলার। মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৩/৮।


শিশির আতঙ্ক


টস জিতেছিলেন রোহিত। এবং সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে ফিল্ডিং করে নেওয়ার। এবারের আইপিএলে যা সাফল্যের অন্যতম প্রধান শর্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার পর শিশিরে সমস্যায় পড়ছেন বোলাররা। যে কারণে সব অধিনায়কই চাইছেন টস জিতলে শুরুতে ফিল্ডিং করে নিতে। যাতে পরের দিকে বল করতে গিয়ে সমস্য়া না হয়। বরং প্রতিপক্ষ শিবির যেন শিশির নিয়ে চিন্তায় পড়ে যায়। রোহিতও সেই ফর্মুলাই নিয়েছিলেন।


ম্যাচের তৃতীয় ওভারেই যশস্বী জয়সবালকে ফিরিয়ে রাজস্থান শিবিরে ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। তিন নম্বরে নামা দেবদত্ত পড়িক্কলকে ফিরিয়ে দেন টাইমাল মিলস। ৬ ওভারে ৪৮/২ হয়ে গিয়েছিল রাজস্থান।


সঙ্গত সঞ্জু-শিমরনের


কিন্তু অন্য প্রান্ত থেকে বাটলার ব্যাট করছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর সঙ্গে যোগ দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যিনি ২১ বলে ৩০ রান করেন। তৃতীয় উইকেটে দুজনে ৮২ রান যোগ করেন। এরপর সঞ্জু ফিরলেও বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করেন শিমরন হেটমায়ার। মাত্র ১৪ বলে ৩৫ রান করেন তিনি। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন হেটমায়ার। ৬৬ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন বাটলার।


তবে শেষ দিকে ঘুরে দাঁড়ান মুম্বইয়ের বোলাররা। পরপর আউট হন রিয়ান পরাগ (৫), আর অশ্বিন (১) ও নভদীপ সাইনি (২)। ১৯৩/৮ স্কোরে শেষ করে রাজস্থান। ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের সামনে অবশ্য আটকে গেলেন রোহিতরা। যিনি নিজে ১০ রান করে ফেরেন।