ব্যাঙ্গালোর: আরসিবির হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন ২ তারকা ক্রিকেটার। এবিডি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে ক্রিস গেলকে (Chris Gayel) আরসিবি ছেড়ে দিয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। আরসিবির জার্সিতে অবদান রাখার জন্য এই কিংবদন্তী ২ ব্যাটারকে সম্মানিত করা হয়েছে। ২ জনেই বছরের পর বছর ধরে নিজেদের হার্ড হিটিংয়ের সৌজন্যে সমর্থকদের বিনোদন দিয়ে গিয়েছেন। বিরাট কোহলি নিজে এবিডি ও গেলকে আইপিএলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 


বিরাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''তোমাদের দুজনের জন্য এটুকু করতে পারাটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমরা সবাই দেখেছি যে কীভাবে তোমরা আইপিএলকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন বছরের পর বছর। আমি ১১ বছর এবিডির সঙ্গে খেলেছি। ৭ বছর ক্রিস গেলের সঙ্গে খেলেছি। ২ জনের সঙ্গেই যাত্রা শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দু জনেই দারুণ পারফর্মার।''


কী বলছেন এবি ডিভিলিয়ার্স?


প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স এই সম্মানে সম্মানিত হয়ে জানিয়েছেন, "আমি ভীষণভাবে অভিভূত। ক্রিকেট থেকে এখন দূরে রয়েছি। কিন্তু আমি ভীষণভাবে আবেগপ্রবণ। কিন্তু টিভিতে খেলা দেখতে দেখতে উত্তেজিত হয়ে যাই মাঝে মাঝে। এই সম্মান আমার কাছে ভীষণ স্পেশাল। আমরা দারুণ কিছু সময় কাটিয়েছে। অসাধারণ কিছু মুহূর্ত রয়েছে আমাদের।''


 






এবারের আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে রেখেছিলেন ক্রিস গেল। পরে এক সাক্ষাৎকারে অবশ্য নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। ক্যারিবিয়ান তারকা জানিয়েছিলেন, ''গত দু’বছর ধরে আইপিএল যে ভাবে চলছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। আমি ভাবলাম, যা হয়েছে আমার তো কিছু করার নেই। ক্রিকেট এবং আইপিএলে যথেষ্ট অবদান রাখার পরেও কেউ যদি প্রাপ্য সম্মান না দেয়, তা হলে ঠিক আছে। নিজের নাম নিলামের তালিকায় দেখার জন্য আকুল নই। এই নিয়ে অত কিছু ভাবিওনা আমি। সে জন্য ছেড়ে দিয়েছি। ক্রিকেটের পরেও তো জীবন থাকবে। আমি এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।"