মুম্বই: ২ টো দলই তাদের খোলনলচে বদলে এবার আইপিএলের ২২ গজে নেমেছে। প্রথম ম্য়াচে জয় এসেছে কেকেআর। অন্যদিকে আরসিবি তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আজ ২ দলই ২২ গজে মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচে জয়ের পর কেকেআর এই ম্যাচেও আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তবে আরসিবি প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া। এবারের টুর্নামেন্টে তারা প্রথম জয়ের খোঁজে রয়েছে।


কলকাতা প্রথম ম্যাচে জয়ী


প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়ে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে-বলে সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে নাইটরা। অধিনায়ক হিসেবেও ছাপ রেখেছেন শ্রেয়স আইয়ার। ওপেনিংয়ে রান পেয়েছেন অজিঙ্ক রাহানে। বল হাতে জ্বলে উঠেছে উমেশ যাদব। সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের উপস্থিতি প্রতিবারের মতো এবারও দলের ভারসাম্য বাড়িয়েছে। 


প্রথম ম্যাচে আরসিবির হার


তবে আরসিবি উল্টোদিকে তাদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গেরে গিয়েছে বোর্ডে বড় রান তুলেও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে প্রথম ম্যাচে বোর্ডে ২০৫ রান তুলে নিয়েছিল আরসিবি। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তবে আরসিবির অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসি। ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। বিরাট কোহলি, দীনেশ কার্তিকও রান পেয়েছেন। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে আরসিবিকে। বিশেষ করে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে প্রথম ম্যাচে কাউকে সেভাবে পাওয়া যায়নি।


 


কাদের ম্যাচ


কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর


কোথায় খেলা


ডিওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে