মুম্বই: আইপিএলের লিগ পর্যায়ের টুর্নামেন্ট একেবারে শেষ লগ্নে চলে এসেছে। ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। দৌড়ে প্রবলভাবে রয়েছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) ও রাজস্থান রয়্যালসও। চতুর্থ দল হিসেবে সেই লড়াইয়ে রয়েছে অনেকগুলো দল। তার মধ্য়েই ২ দল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজ মুখোমুখি হতে চলেছে। 


আজ আইপিএল 


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস


কোথায় খেলা


ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


খেলা শুরু সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


পয়েন্ট টেবিলে কে কোথায়?


আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে আরসিবি ১২ ম্যাচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। এই  ম্যাচে জেতা মানে ১৬ পয়েন্ট হয়ে যাবে ফাফের দলের। সেক্ষেত্রে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা। অন্যদিকে পাঞ্জাব এই ম্যাচে অবশ্যই মরিয়া থাকবে জিততে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে ময়ঙ্কের দল। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলেও যেমন এগোবে পাঞ্জাব, তেমনই নাইট রাইডার্সে প্লে অফের পথ আরও শক্ত হবে। 


আইপিএল শেষ প্যাট কামিন্সের


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন কামিন্স। কিন্তু কোমরের নিচের অংশে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অজি পেসার। দেশ ছাড়ার আগে কামিন্স জানিয়েছেন, ''ভারতে দারুণ সময় কাটালাম আমি। আমি কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ও আমার পরিবারের পাশে সবসময় থাকার জন্য। খেয়াল রাখার জন্য। দলের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে চাই বাকি টুর্নামেন্টের জন্য। আমি অবশ্যই ম্যাচগুলো দেখব ও গলা ফাটাব দলের জন্য।'' উল্লেখ্য, মে মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যেতে হবে অস্ট্রেলিয়া দলকে। প্রায় ৬ সপ্তাহ ধরে চলবে এই সফর। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলকে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ান ডে ম্যাচ ও ২টো টেস্ট খেলতে হবে। ৭ জুন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।