মুম্বই: আইপিএলের ইতিহাস ঘাঁটলে দুই দলেরই ভাগ্য একই রেখায় এগিয়ে যেতে দেখা যাবে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই বারবার তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। কিন্তু ট্রফির হদিশ পাইনি। এক দলে খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli), এ বি ডিভিলিয়ার্সের মতো মহাতারকা, তো অন্য দলে দেখা গিয়েছে ক্রিস গেল (Chris Gayle), যুবরাজ সিংহদের। তবু, দুই দলের কেউই আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।


অঙ্কটা বদলানোর লক্ষ্যে দুই দলই পনেরোতম আইপিএলে (IPL 15) অভিযান শুরু করছে। এবং টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি দুই দল। কি হতে চলেছে ম্যাচে?


এবারের নিলামের আগে মাত্র দুজন ক্রিকেটারকে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। ময়ঙ্ক অগ্রবাল ও অর্শদীপ সিংহ। যাঁদের মধ্যে ময়ঙ্ককে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। নিলাম থেকে গত বছরের দলের পাঁচজনকে কিনেছে পাঞ্জাব। ছেড়ে দিয়েছে ১৭ জন ক্রিকেটারকে। দলের ব্যাটিংয়ে তিন বিস্ফোরক ব্যাটারকে রেখেছে পাঞ্জাব। শুরুতে শিখর ধবন, মাঝে লিয়াম লিভিংস্টোন ও লোয়ার অর্ডারে ওডেন স্মিথ। তাঁদের থামাতে কড়া পরীক্ষা দিতে হবে আরসিবি বোলারদের।


অন্যদিকে, আরসিবি এবার নতুন অধিনায়ক করেছে ফাফ ডুপ্লেসিকে। কিংগ কোহলি রয়েছেন, তবে সাধারণ ক্রিকেটার হিসাবে। যদিও কোহলি মরিয়া থাকবেন প্রথমবার আইপিএল ট্রফি হাতে তুলতে। আর প্রথম ম্যাচ থেকেই ছাপ ফেলতে। তবে গ্লেন ম্যাক্সওয়েলকে পাবে না আরসিবি। যিনি গতবার একার হাতে বহু ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিলেন। তাঁকে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে আরসিবিকে।


কাদের ম্যাচ


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস


কোথায় খেলা


ডিওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে