মুম্বই: ২০১৭ সালের আইপিএল-এ (IPL 2022) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আজও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ৬৮ রানে অলআউট হয়ে গেল আরসিবি। দলের মাত্র দু’জন ক্রিকেটার দুই অঙ্কের রান করেন। তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল (১২) ও সূযশ প্রভুদেশাই (১৫)। আর কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। কোনও রানই করতে পারেননি বিরাট কোহলি, অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। অধিনায়ক ফাফ দু প্লেসি করেন ৫ রান। বাংলার শাহবাজ আহমেদ করেন ৭ রান। হর্ষল পটেল করেন ৪ রান। ওয়ানিন্দু হসারাঙ্গা করেন ৮ রান। মহম্মদ সিরাজ করেন ২ রান। জশ হ্যাজেলউড ৩ রানে অপরাজিত থাকেন।


হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার টি নটরাজন। তিনি ৩ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। মার্কো জ্যানসেন ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। জগদীশ সুচিত ১২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক। 


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন দলের বোলাররা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিপক্ষ অধিনায়ককে ফিরিয়ে দেন মার্কো জ্যানসেন। এই ওভারেই তিনি আরও দু’টি উইকেট নেন। দু প্লেসি ফিরে যাওয়ার পর প্রথম বলেই ফিরে যান বিরাট। ওভারের শেষ বলে আউট হয়ে যান অনুজ রাওয়াত। ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। এরপর কিছুটা লড়াই করেন ম্যাক্সওয়েল ও সূযশ প্রভুদেশাই। দলের ২০ রানের মাথায় ফিরে যান ম্যাক্সওয়েল। এরপর শাহবাজ আহমেদকে নিয়ে দলের রান ৪৭-এ পৌঁছে দেন প্রভুদেশাই। তিনি ফিরে যাওয়ার পর ব্যাটিং লাইনআপে ধস নামে। পরপর ফিরে যান কার্তিক, শাহবাজ, হর্ষল, হসারাঙ্গা ও সিরাজ।