মুম্বই : জস বাটলার-দেবদত্ত পাড়িক্কাল শুরুটা ছন্দে করেছিলেন। কিন্তু লখনউ সুপার জায়ান্টসদের (Lucknow Super Giants) বোলারদের আগাগোড়া মাপা বোলিংয়ের সুবাদে সেভাবে হাত খুলে রান তোলার সুযোগ পেলেন না রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটসম্যানরা। ইনিংসের একেবারে শেষপর্বে শিমরন হেটমায়ারের (Shimron Hetmayar) দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে অবশ্য দলকে দাঁড় করালেন লড়াকু স্কোরের ওপর। ৩৬ বলে ১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবিয়ান এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তুলল রাজস্থান রয়্যালস। 


রাজস্থানের ইনিংস


ওপেনিং পার্টনারশিপে শুরুটা ঝোড়ো হয়েছিল রাজস্থান রয়্যালসের। ৪১ রানের মাথায় জস বাটলারের (Jos Buttler) (১৩) প্রথম উইকেট খোওয়ায় তারা। জসের মতোই রাজস্থানের অপর ওপেনার দেবদত্ত পাড়িক্কালও (Devdutta Paddikal) (২৯) ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি। তিন নম্বরে নেমে অল্প কিছুক্ষমের মধ্যে সাজঘরে লফেরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও (Sanju Samson) (১৩)।  জেসন হোল্ডার (Jason Holder)-কৃষ্ণাপ্পা গোথামদের (Krishnappa Gowtham) মাপা বোলিংয়ের মাঝে একের পর এক উইকেট খোওয়াতে থাকে রাজস্থান। যদিও শিমরন হেটমায়ার ইনিংসের হাল ধরেন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) (২৮) ও রিয়ান পরাগ (৮) তাঁকে প্রয়োজনীয় সঙ্গত করেন। ৩৬ বলে ১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।






শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস।


আরও পড়ুন- কুলদীপ কামালে কাত কেকেআর, প্রাক্তনীর ঘূর্ণিতে কলকাতাকে টেক্কা দিল্লির