RR Vs SRH Score LIVE : ৬১ রানে জিতল রাজস্থান রয়্যালস
IPL 2022, SRH vs RR: এই ম্যাচে এক্স-ফ্যাক্টর হতে পারেন কারা, তাই নিয়ে চলছে চর্চা।
৬১ রানে জিতল রাজস্থান রয়্যালস
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে থামল হায়দরাবাদের ইনিংস।
তাসের ঘরের মতো ভেঙে পড়ছে হায়দরাবাদের ব্যাটিং অর্ডার। ৩৭ রানের মধ্যেই ৫ উইকেট খোওয়ালো তারা।
কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠী ও নিকোলাস পুরাণ। তাড়াতাড়ি সাজঘরে ফিরলেন সকলেই। ৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ১০ রান হায়দরাবাদের।
প্রসিদ্ধ কৃষ্ণ-র সুইংয়ের শিকার হয়ে দ্রুত সাজঘরে ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন (২)।
জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কালের ঝোড়ো ইনিংসের সুবাদে ২০০ টপকাল রাজস্থানের স্কোর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান তুলল রাজস্থান রয়্যালস।
দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন। ২৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৫৫ রানের ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।
১১ ওভারে ২ উইকেট খুইয়ে ১০০ রান টপকে গেল রাজস্থান রয়্যালস। ক্রিজে রয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন (৩৬ অপরাজিত) ও দেবদত্ত পাড়িক্কাল (অপরাজিত ১০)।
ঝোড়ো শুরু জস বাটলারের। ৩ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৩ রানে অপরাজিত বাটলার। যশস্বী (২০) ফিরলেন সাজঘরে। ৬.১ ওভারে ১ উইকেটে ৫৮ রাজস্থানে।
ভুবির দুরন্ত প্রথম ওভার। দিলেন মাত্র ১ রান। ২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৬ রান।
টসে জিতলেন কেন উইলিয়ামসন। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দারবাদ। যশস্বী জয়সওয়াল ও জস বাটলার ওপেন করবেন রাজস্থানের হয়ে।
প্রেক্ষাপট
পুণে: দলের চেহারার খোলনলচে বদলে নতুন অভিযান শুরু করছে দুই শিবিরই। পুণের এমসিএ স্টেডিয়ামে (MCA Stadium) মঙ্গলবার সন্ধেয় আইপিএলে (IPL 2022) তাদের অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।
নিলামের টেবিলে ক্রিকেটার দলে নেওয়ার বিচারে খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে সঞ্জু স্যামসনের (sanju samson) নেতৃত্বাধীন রাজস্থান। তবে মাঠের লড়াইয়ে ঠিক কী হবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। যদিও এই ম্যাচে এক্স-ফ্যাক্টর হতে পারেন কারা, তাই নিয়ে চলছে চর্চা।
স্পিন বিভাগে অশ্বিন-চাহালের পাশাপাশি ট্রেন্ট বোল্ট (Trent Boult)-প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) সমৃদ্ধ পেস আক্রমণ রাজস্থানের। অন্যদিকে, এবারই প্রথমবার দীর্ঘদিন বাদে তাঁদের অন্যতম সেরা স্পিন অস্ত্র রশিদ খানকে বাদে খেলতে নামবে হায়দরাবাদ। চোট সারিয়ে ফেরা টি নটরাজন, ভুনেশ্বর কুমাররা কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সকলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -