মুম্বই: অনন্য কীর্তি। নতুন মাইনস্টোন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেই নজির শিখর ধবনের। পাঞ্জাব কিংসের হয়ে এবার খেলছেন ধবন। ওপেনিংয়ে ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে খেলতে নেমেছিলেন তিনি। আর নেমেই আইপিএলে ৬ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন। শুধু তাইই নয়, টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও মোট ৯ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন। 


 






সামনে শুধু বিরাট


ধবনের আগে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শুধু রয়েছেন এবার বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের সংগ্রহ মোট ৬,৪০০ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন ধবন। তৃতীয় স্থানে এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ৫,৭৬৪ রান। চতুর্থ স্থানে রয়েছেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬৬৮ রান। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫২৮ রান। 


 






চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং


প্রথম সাক্ষাতে জয় এসেছিল ৫৪ রানে। সেই ম্যাচে নায়ক ছিলেন লিয়াম লিভিংস্টোন। আজ দ্বিতীয়বার এই মরসুমে ফের এবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তিনটে বদল হয়েছে। একাদশে এসেছেন ঋষি ধবন, ভানুকা রাজাপক্ষে ও সন্দীপ শর্মা।