মুম্বই: টুর্নামেন্টের ইতিহাসে এমনটা কখনও হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) গত ১৪ বছরের আইপিএলের ইতিহাসে এমনটা কখনও হয়নি। পাঁচবারের চ্যাম্পিয়ন। সর্বাধিক খেতাব। ব্র্যান্ড ভ্যালুতেও প্রথম সারিতে থাকা দল, তারকা সমন্নয়, কোনও কিছুই যেন এবার কাজে এল না। একটা -দুটো নয়, টানা ৮ ম্যাচে হার। প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিগ পর্বের শেষ ল্যাপে প্রায় পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট। তার আগে নিজেদের এবারের আইপিএল পারফরম্যান্স নিয়ে সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন রোহিত শর্মা।
কী লিখলেন রোহিত?
ট্যুইটারে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক লিখেছেন, ''আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারিনি। কিন্তু এমনটা সব দলের সঙ্গেই হয়। অনেক বড় বড় দল আছে, যারা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা আমাদের দলটাকে ভালবাসি, এই পরিবেশটা ভালবাসি। প্রত্যেক শুভাকাঙ্খীদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, তাঁরা আমাদের পাশে সবসময় রয়েছেন ও আমাদের প্রতি আনুগত্য দেখিয়েছেন।''
লখনউয়ের বিরুদ্ধে টানা দ্বিতীয় হার
প্রায় তিন বছর পর, ২০১৯ সালের পর এই প্রথম ওয়াংখেড়েতে নামল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। কিন্তু ঘরের মাঠেও কপাল ফিরল না মুম্বই পল্টনের। টানা আট ম্যাচে হেরে আইপিএলে লজ্জার নজির গড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে এখনও শূন্য মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে যাওয়ার আর কোনও সম্ভাবনা নেই।
রবিবার লখনউ সুপার জায়ান্টস (LSG) ৩৬ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ১৬৮/৬। জবাবে ব্যাট করতে নেমে ১৩২/৮ স্কোরে আটকে গেল মুম্বই। আরও একটা হারের সম্মুখিন হতে হয় তাদের।
পয়েন্ট টেবিলে এবার একেবারে তলানিতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ঠিক ওপরেই রয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু রবীন্দ্র জাডেজার দল প্রথম পাঁচ ম্যাচে টানা হারলেও শেষ ২ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।