মুম্বই: সোশ্য়াল মিডিয়ায় আজকালকার সব ক্রিকেটারই ভীষণভাবে সক্রিয়। বিভিন্ন ইস্যুতে তাঁরা নানা সময় মুখ খোলেন। ভারতীয় ক্রিকেট দলের সব ক্রিকেটারই তাঁদের ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে নান মত দিয়ে থাকেন। এছাড়াও নিজেদের ছবিও পোস্ট করেন। শুভমন গিল তাঁদের মধ্যেই একজন যে বরাবর সোশ্য়াল মিডিয়ায় সক্রিয়। এই মুহূর্তে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে ব্যস্ত গিল। এবার খাবার সরবরাহকারী সংস্থা স্যুইগিকে নিয়ে একটি মন্তব্য করে ভাইরাল হয়ে গেলেন এই ডানহাতি তরুণ। পালটা স্যুইগির তরফেও তাঁকে জবাব দেওয়া হয়েছে। 


 






ঠিক কি হয়েছে?


কিছুদিন আগেই ট্যুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। সোয়া ৩ লক্ষ কোটিরও বেশি টাকায় ট্যুইটার কিনেছিলেন তিনি। আমেরিকার ধনকুবের মাস্ক কয়েকদিন আগেই মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। ট্যুইটারের মালিক হওয়ার পর, এক বিবৃতিতে টেসলা কর্তা ইলন মাস্ক জানিয়েছেন, বাক্ স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ট্যুইটার হল ডিজিটাল টাউন স্কোয়ার। শুভমন সেই ইলন মাস্ককেই ট্যুইটারে লিখেছিলেন যে স্যুইগি যাতে তিনি কিনে নেন। নিজের পোস্টের মাধ্যমে গিল বোঝাতে চেয়েছিলেন যে, ইলন স্যুইগি কিনলে স্যুইগির ডেলিভারি আরও তাড়াতাড়ি হবে, খাবার সরবরাহকারী সংস্থার পরিষেবা আরও উন্নতি হবে। 


তার কিছুক্ষণ পরেই গিলের ট্যুইটের পাল্টা উত্তরে স্যুইগির তরফে লেখা হয়, ''আমরা এখনও তোমার টি-টোয়েন্টি ব্যাটিংয়ের থেকে দ্রুত।'' দ্রুত এই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও অনেকেই বলছেন যে এটি স্যুইগির একটি ফেক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। কিন্তু স্যুইগি কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও।


আরো পড়ুন: হার্দিকদের বিজয়রথ থামাতে পারবে ডু প্লেসিরা? কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম আরসিবি ম্যাচ?